যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার গুজব

সম্প্রতি, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

শেখ হাসিনার

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ) ।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ এবং স্লোগানের ভিডিওকে প্রধানমন্ত্রীর ওপর হামলার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। রুমিন ফারহানা নামের একটি ফেসবুক পেজে গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এই ভিডিওটিতে বিক্ষুব্ধ কিছু মানুষকে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা গেলেও সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হামলার কোনো দৃশ্য দেখা যায়নি। 

তবে, ভিডিওটিতে প্রদর্শিত ‘Bd Tube Master’ শীর্ষক লোগের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে গত ১৮ সেপ্টেম্বর Bd Tube Master নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও প্রধানমন্ত্রী বা অন্যকোনো ব্যক্তির ওপর হামলার কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায়নি। 

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে usanewsonline নামের একটি ফেসবুক পেজে একই ঘটনার একটি দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওটিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার কোনো দৃশ্য দেখা যায়নি।

এই ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানের সময়ের ভিডিও। 

এছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কালবেলার অনলাইন সংস্করণে গত ১৮ সেপ্টেম্বর ‘নিউইয়র্কে আ.লীগ-বিএনপির মারামারি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর সময় নিউইয়র্কে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায়। পরবর্তীতে জ্যাকসন হাইটসে দুইদলের সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। 

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে গমন উপলক্ষ্যে স্থানীয় সময় গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ। একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র শাখা বিএনপি। পরবর্তীতে দুইদলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ এবং স্লোগানের ভিডিওকে পরবর্তীতে প্রধানমন্ত্রীর ওপর হামলার দাবিতে সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে নিউইয়র্কে জেএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ্য, পূর্বেও জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার দাবিতে একটি ভিডিও প্রচার করা হলে বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার দাবিতে ফেসবুকে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img