বুধবার, অক্টোবর 9, 2024

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে গণমাধ্যমে গুজব

সম্প্রতি, মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২১ মে থেকে কার্যকর দাবিতে দুই দফায় কতিপয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।  

প্রথম দফায় গত ১৩ ও ১৪ মে প্রকাশিত কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। আগামী ২১ মে থেকে এই সময়সূচি কার্যকর হবে। শনিবার (১৩ মে) মেট্রোরেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন নয়া দিগন্ত, যমুনা টিভি, জাগো নিউজ, নিউ এইজ, বাংলাভিশন

দ্বিতীয় দফায় আজ ১৮ মে সকাল সাড়ে ১১ টার পরবর্তী সময়ে একই দাবিতে (২১ মে ) একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইত্তেফাক, বাংলা ইনসাইডার, বাংলাদেশ মোমেন্টস, ডেইলি ক্যাম্পাস

একই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২১ মে থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর করার কথা জানিয়েছে দাবিতে দুই দফায় কতিপয় গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বরং আজ এক সংবাদ সম্মেলনে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকর হবে৷ উল্লেখ্য, এর আগে এই নতুন সময়সূচি নিয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

গত ১৩ ও ১৪ মে’তে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ২১ মে থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর এবং ১৩ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ শীর্ষক তথ্যের বিষয়ে অনুসন্ধান করে জাতীয় দৈনিক ‘সমকাল’ পত্রিকার ওয়েবসাইটে গত ১৩ মে দুপুরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২১ মে থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চালানোর খবরটি সত্য নয়। মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম, এ, এন, ছিদ্দিক সমকালকে জানিয়েছেন, ‘কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে।’ সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়ানো একটি চিঠিতে বলা হয়েছে, ২১ মে থেকে সকাল ৮টা থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেলের ট্রেন। শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি। এম, এ, এন, ছিদ্দিক সমকালকে বলেছেন, ‘এ চিঠির সত্যতা নেই। চিঠিটি ডিএমটিসিএল’র নয়। মেট্রোরেলের নামে অনেকগুলো ফেসবুক পেইজ রয়েছে, সেগুলোর খবর দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।’

Screenshot source: Samakal 

উক্ত চিঠির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ফেসবুকে একটি বিজ্ঞপ্তি সদৃশ ছবি (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।  

এই ছবিতে মেট্রোরেল কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর বা নাম উল্লেখ না থাকলেও ২১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচির বিষয়টি উল্লেখ ছিল। 

Screenshot source: Facebook 

এ বিষয়ে জানতে গত ১৬ মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিবের কাছে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘২১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা হচ্ছে, তবে সূচি বাস্তবায়নের নির্দিষ্ট কোনো তারিখের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

ফেসবুক এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিজ্ঞপ্তি’টির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘তারা এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেননি। যারা ফেসবুক সাংবাদিক তারাই এগুলো ছড়িয়েছে।’

অর্থাৎ, গত ১৩ ও ১৪ মে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে আগামী ২১ মে থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি কার্যকর হবে এবং শনিবার (১৩ মে) মেট্রোরেল কর্তৃপক্ষ এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে শীর্ষক যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।   

পরবর্তীতে আজ ১৮ মে সকাল সাড়ে ১১ টা পরবর্তী সময়ে একই দাবিতে (২১ মে নতুন সূচি কার্যকর) কতিপয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে ইত্তেফাক সকাল ১১:৪০ মিনিটে, বাংলা ইনসাইডার সকাল ১১:৪৩ মিনিটে, আগামী নিউজ সকাল ১১:৪২ মিনিটে, বাংলাদেশ মোমেন্টস দুপুর ১২:০০ মিনিটে, ডেইলি ক্যাম্পাস দুপুর ১২:২১ মিনিটে প্রতিবেদন প্রকাশ করে। 

কিন্তু প্রায় একই সময়ে (সকাল ১১:৩৯ মিনিটে) জাতীয় দৈনিক ‘The Daily Star’ এর প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকরের সিদ্ধান্ত এসেছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

Screenshot source: The Daily Star 

সংবাদ সম্মেলনটি ঠিক কখন হয়েছে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে সময় টিভি’র ফেসবুক পেজে একই দিন সকাল ১১:৩২ মিনিটে শুরু হওয়া লাইভে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম, এ, এন, ছিদ্দিককে কথা বলতে শোনা যায়। তবে উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, এম, এ, এন, ছিদ্দিক তার মূল বক্তব্য সময় টিভির  লাইভ শুরুর পূর্বেই দিয়েছেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি যা সময় টিভি লাইভের মাধ্যমে কাভার করেছে। লাইভ ভিডিওটির ১০:৪২ মিনিট সময়ে (ঘড়ির হিসেবে ১১:৪২ মিনিট সময়) এম, এ, এন, ছিদ্দিককে বলতে শোনা যায়, আমি তো শিডিউল দিয়েছি ৩১ মে থেকে (নতুন সূচি কার্যকর), তার আগে বর্তমান সময় অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। 

Screenshot source: Facebook 

পরবর্তীতে দুপুর ১২:১৪ মিনিটে ডিএমটিসিএলের অফিশিয়াল ফেসবুক পেজের একটি পোস্টেও মেট্রোরেলের নতুন সূচির বিষয়ে জানানো হয়।  

Screenshot source: Facebook 

একইসাথে ডিএমটিসিএলের ওয়েবসাইটেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Screenshot source: DMTCL

অর্থাৎ, আজ সকাল সাড়ে ১১ টার পূর্বেই মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু উক্ত সময়ের পরেও কতিপয় গণমাধ্যমে নতুন সময়সূচি বিষয়ক খবরে ভুল তারিখ উল্লেখ করা হয়েছে। 

মূলত, গত ১৩ ও ১৪ মে’তে প্রকাশিত কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে ২১ মে থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর এবং ১৩ মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়। পরবর্তীতে আজ ১৮ মে সকাল সাড়ে ১১ টা পরবর্তী সময়ে একই দাবিতে (২১ মে ) একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। ২১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকর হবে জানিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কোনো বিজ্ঞপ্তি ১৩ মে প্রকাশ করেনি। আজ ১৮ মে সকাল সাড়ে ১১ টার কিছু সময় পূর্বে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ৩১ মে থেকে মেট্রোরেলের নতুন সূচি কার্যকর হবে। কিন্তু এই সংবাদ সম্মেলন পরবর্তী সময়েও কতিপয় গণমাধ্যমে ২১ মে থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর দাবিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।  

প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে মেট্রোরেলের বিষয়ে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ৩১ মে থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকরের তথ্যকে ২১ মে থেকে কার্যকর শীর্ষক একটি দাবি ভুয়া একটি বিজ্ঞপ্তির বরাতে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img