বিবিসিকে উদ্বৃত করে নির্বাচনের আগে শেখ হাসিনার দেশে আসার মিথ্যা দাবি প্রচার 

সম্প্রতি, ‘নির্বাচনের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা: বিবিসি’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের আগে শেখ হাসিনার দেশ আসা নিয়ে কোন সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রকাশ করেনি। এমনকি অন্য কোন গণমাধ্যমও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ‘Gorom Tv’ নামক একটি স্যাটায়ার পেজে আলোচিত দাবিটি প্রথমে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে তা বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে। 

অনুসন্ধানের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে (ইংরেজি, বাংলা) এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোন গণমাধ্যমেও এসংক্রান্ত তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

এরপর আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Gorom Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ১৭ মিনিটে প্রচারিত এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

অর্থাৎ, উক্ত স্যাটায়ার পেজ থেকে আলোচিত দাবিটি মজার ছলে প্রচার করা হয়, যা পরবর্তীতে সঠিক দাবিতে ছড়িয়ে পড়ে। 

সুতরাং, বিবিসিকে উদ্বৃত করে ‘নির্বাচনের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা’ শিরোনামে প্রচারিত দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img