বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের মন্তব্য কি বিএনপি সংশ্লিষ্ট কোনো নেতা করেননি?

সম্প্রতি, দেশীয় মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার টিভির একটি টকশোতে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের কোনো বক্তব্য বিএনপি সংশ্লিষ্ট কেউ দেয়নি, কেউ দিয়ে থাকলে এটি অবশ্যই মূলধারার গণমাধ্যমে আসতো। তার দাবি অনুযায়ী এটি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিজস্ব দাবিকৃত বক্তব্য।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের মন্তব্য বিএনপি সংশ্লিষ্ট কেউ করেননি বিএনপি নেত্রী রুমিন ফারহানার এই মন্তব্যটি সত্য নয় বরং গত ২৩ মে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে সাবেক ছাত্রদল এবং বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ধরণের একটি মন্তব্য করেছেন।

গত ৩১ মে “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” – ছাত্রদল কি এই স্লোগান দিয়েছে? শীর্ষক শিরোনামে যমুনার টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন, ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ শীর্ষক কোনো স্লোগান বিএনপি সংশ্লিষ্ট কেউ দেননি।

উক্ত ভিডিওটি যমুনা টিভিতে অনুষ্ঠিত ‘গোপন কক্ষের ডাকাত’ নামক একটি আলোচনা অনুষ্ঠানের একটি অংশ। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওর ১ মিনিট ৪৪ সেকেন্ড হতে ২ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্যটি নিম্নরূপ-

“এটি তো একটি দলের যারা অভিযুক্ত, যারা হকিস্টিক চাপাতি নিয়ে আরেক দলের কর্মীদের ওপর ঝাপিয়ে পড়ার অভিযোগে অভিযুক্ত তাদের বয়ান। তাদের বয়ানের জবাব তো আমি দিব না। কারণ আমি তো মনে করিনা এটা সত্য বয়ান। আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এটা মেইনস্ট্রিম মিডিয়াতে সবাই শুনতে পেত এবং যেকোনো মিডিয়াতেই আসতো। এটা কোথাও আসে নি। এবং এটা লেখক ভট্টাচার্যের নিজস্ব দাবিকৃত একটা বয়ান যে এধরণের স্লোগান বিএনপির তরফ থেকে দেওয়া হয়েছে।”

বিএনপি নেত্রী রুমিন ফারহানার উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদে গত ২৩ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহান উত্তর ও দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের মন্তব্যটি করেছেন। ঐ দিনই যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘আ. লীগের দিন শেষ বুঝেই খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলতে চায়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ৩ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিও প্রতিবেদনের ৪৭ সেকেন্ড হতে ১ মিনিট পর্যন্ত অংশে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের বক্তব্যটি খুঁজে পাওয়া যায়।

আবদুল কাদির ভূঁইয়া জুয়েল এর বক্তব্যের চম্বুক অংশ নিম্নরুপ-

“আমরা কিন্তু হাতিয়ার চালানোর ট্রেনিং নেয়েছি। যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে আবারো ৭৫ এর হাতিয়ার হয়ে আমাদেরকে গর্জে উঠতে হয়, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আলোচিত বিষয়টি নিয়ে গত ৩১ মে কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিটিতে একটি পোস্ট করেন। তার লিখাটা ছিল-

“পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বার বার” 

প্রথমত, 

ঢাবি ক্যাম্পাসে সমসাময়িক সময়ে এধরণের কোন স্লোগান দেয়া হয় নি। কোন মাধ্যমেই কেউ ঢাবি ক্যাম্পাসে সমসাময়িক সময়ে এই স্লোগান দেয়ার সত্যতা যাচাই করতে পারবে না।

দ্বিতীয়ত,

স্লোগানটি আমরা ৭ নভেম্বরে দেই। এর দ্বারা  ১৯৭৫ সালের ৭ ই নভেম্বরের সিপাহী-জনতার সম্মিলিত পাল্টা-অভ্যুত্থান তথা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বোঝানো হয়। হাতিয়ার শব্দ দ্বারা প্রতীকী অর্থে বিপ্লবকে বোঝানো হয়।

এটাকে কেউ অন্যভাবে ব্যাখ্যা করলে সেটা নিঃসন্দেহে  রাজনৈতিক দুরভিসন্ধিমূলক।

                       ❝বাংলাদেশ জিন্দাবাদ❞

মূলত, সম্প্রতি যমুনা টিভির এক টকশোতে এক প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা দাবি করেন বিএনপি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের মন্তব্য করেননি। তবে অনুসন্ধানে দেখা যায়, গত ২৩ মে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে সাবেক ছাত্রদল সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ ধরণের একটি মন্তব্য করেছেন।

অর্থাৎ, বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তি “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” এই ধরণের একটি মন্তব্যটি করেছেন এবং এটি দেশীয় মূলধারার গণমাধ্যম যমুনা টিভিতে প্রচারিতও হয়েছে।

সুতরাং, বিএনপি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” এই ধরণের মন্তব্য করেননি উল্লেখ করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

যমুনা টিভিঃ পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” – ছাত্রদল কি এই স্লোগান দিয়েছে

যমুনা টিভিঃ আ. লীগের দিন শেষ বুঝেই খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলতে চায়

FB post JCD Secretary Saif Mahmud  Jewel

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img