ব্যারিস্টার রুমিন ফারহানার অসুস্থতার তথ্যটি মিথ্যা

সম্প্রতি “রুমিন ফারহানা অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, কি দোয়া করবেন তা আপনাদের ব্যাক্তিগত বিষয়” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রুমিন ফারহানার অসুস্থ দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং রুমিন ফারহানা নিজেই তার অসুস্থতার বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছেন।

তথ্য যাচাই

রুমিন ফারহানার অসুস্থ হওয়ার গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি সম্পর্কে রুমিন ফারহানা নিজে তার অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুন তার অসুস্থতার তথ্যকে ভুল নিশ্চিত করে লিখেন, “আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার অসুস্থতার ভুল খবর কারা, কেন প্রচার করছেন জানিনা।”

তাছাড়া, সংসদ সদস্য রুমিন ফারহানা চলমান সংসদ অধিবেশনেও সুস্থ থেকে অংশগ্রহণ করে বক্তৃতা দিয়েছে।

ছবি যাচাই

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে Barrister Rumin Farhana Fans নামের একটি ফেসবুক আইডিতে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর “ব্যারিস্টার রুমিন ফারহানা গুরুতর অসুস্থ । সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।” শীর্ষক শিরোনামে একই ছবি খুঁজে পাওয়া যায়।

রুমিন

পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বরে রুমিন ফারহানার অসুস্থতা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই ছবিটিই গত ২৬ জুন তার অসুস্থতা দাবি করে পুনরায় ছড়িয়ে পড়ে। তবে তার এই অসুস্থতার ছবি প্রথম কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও এটা নিশ্চিত যে এগুলো সাম্প্রতিক সময়ের কোনো ছবি নয়।

আরো পড়ুনঃ বিএনপির সাংসদ হারুন ও রুমিন ফারহানার সংসদ থেকে পদত্যাগের দাবিটি মিথ্যা

মূলত, সম্প্রতি কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ব্যতীত পুরোনো ছবি সংযুক্ত করে বিএনপি নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অসুস্থ দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, বিএনপি নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অসুস্থতার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ছবিটি পুরোনো।

তথ্যসূত্র

Rumeen Farhana Facebook Post: https://www.facebook.com/100002169980407/posts/pfbid02hofRFfcuyqCDDcQGNHniYGiUNQQ65i2CCMVVZmrqdSmnvswNwgiYK2vGJ2kyrEyNl/

Barister Rumin Farhana Fans 2019 Facebook Post: https://www.facebook.com/brfmp/posts/pfbid033PT1Ht9Eho8bu9U8co5iTbW7T7NZuVbYw3BdJ2F1ooMiSadmfDAhotdwMgN7F1o4l

BartaBazar.com: কর্মিসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুমিন

আরও পড়ুন

spot_img