শনিবার, মে 24, 2025

কাঁঠাল পড়ে চিত্রনায়ক রুবেলের গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার তথ্যটি মিথ্যা

সম্প্রতি “গাছপাকা কাঁঠাল পড়ে ভেঙে গেলো চিত্রনায়ক রুবেলের গাড়ির গ্লাস। ঘটনাটি আজ দুপুরে তার ইস্কাটনের বাসার সামনে ঘটেছে।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাছপাকা কাঁঠাল পড়ে চিত্রনায়ক রুবেলের গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার তথ্যটি সত্য নয় বরং ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে উক্ত দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, 9gag.com নামের হাস্যরসাত্মক ছবি, ভিডিও ও মিমস কেন্দ্রিক একটি ওয়েবসাইটে গত ৩০ মে ‘Before you ask, it’s a jackfruit’ শীর্ষক শিরোনামে WTF নামের একটি আইডি থেকে করা পোস্টে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কমিউনিটি ফোরাম ভিত্তিক ওয়েবসাইট reddit এ একই তারিখে অর্থাৎ গত ৩০ মে “before you ask, it’s a jackfruit” শীর্ষক শিরোনামে  মালেয়শিয়ান ভার্সনের একটি আইডি থেকে করা পোস্টে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

মূলত, ইন্টারনেট থেকে ভিন্ন ঘটনার একটি ছবি সংগ্রহ করে গাছ থেকে কাঁঠাল পড়ে চিত্রনায়ক রুবেলের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’ ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। ফ্যাক্টওয়াচ বিষয়টি নিয়ে চলচ্চিত্র নায়ক রুবেলের প্রতিষ্ঠিত মার্শাল আর্ট প্রতিষ্ঠান Young Dragon Martial Art Center- the fight school প্রধান ব্রাঞ্চের শিক্ষার্থী Sajidur Rahman Siddiky সাথে যোগাযোগ করলে তিনি জানান, “ফেসবুকে ভাইরাল পোস্টটি সম্পূর্ণ মিথ্যা। ওস্তাদের Allion A15 মডেলের একমাত্র গাড়িটির রঙ লাল এবং গাড়িটি সম্পূর্ণ অক্ষত আছে।”

তাছাড়া, গাছ থেকে কাঠাল কাঁঠাল পড়ে চিত্রনায়ক রুবেলের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে এমন কোনো তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নি।

উল্লেখ, একই ছবি ব্যবহার করে অভিনেতা আবুল হায়াতের গাড়িতে গাছ থেকে কাঠাল পড়ে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে দাবিতেও প্রচার করা হয়েছে।

রুবেল

সুতরাং, ইন্টারনেট থেকে সংগ্রহ করা কাঁঠাল পড়ে গাড়ির কাঁচ ভেঙ্গে যাওয়া দৃশ্যের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে গাছপাকা কাঁঠাল পড়ে চিত্রনায়ক রুবেলের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img