ছাত্র আন্দোলনে নিহতের বিষয়ে কওমী মাদ্রাসাকে জড়িয়ে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যমতে,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের পরবর্তী সহিংসতায় সারাদেশে কমপক্ষে ৬৫০ জন মানুষ নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে, “বৈষম্যবিরোধী আন্দোলনে ৭৩ জন কওমী হাফেজ, আলেম শাহাদাত বরণ করেছেন” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম আরটিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “বৈষম্যবিরোধী আন্দোলনে ৭৩ জন কওমী হাফেজ, আলেম শাহাদাত বরণ করেছেন” শীর্ষক তথ্যে বা শিরোনামে আরটিভি কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আরটিভির ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আরটিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ফটোকার্ডটি প্রকাশের তারিখ গতকাল ১০ আগস্ট তারিখ উল্লেখ করা।

তবে অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে গতকাল ১৩ আগস্ট এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আরটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।  

এছাড়া আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির লেখার ফন্ট, ধরণের ভিন্নতা লক্ষ্য করা যায়।

সুতরাং, “বৈষম্যবিরোধী আন্দোলনে ৭৩ জন কওমী হাফেজ, আলেম শাহাদাত বরণ করেছেন” শীর্ষক তথ্য বা শিরোনামে আরটিভি’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img