রিকশাওয়ালা কর্তৃক আওয়ামী লীগের প্রশংসামূলক এই ভিডিও রিপোর্টটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, একজন রিকশাওয়ালা দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন এমন একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে বুম মাইক্রোফোন হাতে একজন নারী রিপোর্টারের মাইক্রোফোনে একজন রিকশাওয়ালাকে বলতে দেখা যায়, “১৭ বছর মনে করেছিলাম আওয়ামী লীগ খারাপ। কিন্তু এই এক বছরে যা দেখলাম, তাতে বুঝি গেলাম আসলে আওয়ামী লীগই ভালো ছিল। আমরাই ভুল করছিলাম আওয়ামী লীগকে তাড়াই দিয়ে”

উক্ত ভিডিওকে আসল মনে অনেক ফেসবুক ব্যবহারকারীকে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিকশাওয়ালা কর্তৃক আওয়ামী লীগের প্রশংসামূলক এই ভিডিওটি আসল নয়। বরং, প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত এই ভিডিও রিপোর্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে ভিডিওর রিকশাওয়ালার ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থা বাস্তব কোনো ঘটনার নয় বলেই প্রতীয়মান হয়। এগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে পরিলক্ষিত হয়।

পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

Indicated by Rumor Scanner

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে ভিডিওটি এআই (AI) কন্টেন্ট ডিটেকশন টুল ‘Cantilux’ দিয়ে যাচাই করলে তা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ পর্যন্ত বলে জানা যায়।

Screenshot From Cantilux

তথ্যসূত্র

  • AI Content Detection Tool: Cantilux
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img