সম্প্রতি,”কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন” শীর্ষক দাবিতে কিছু ছবি সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিটি তুলে ধরা হলো
“কি করবেন টাকা দিয়ে দেখেন তো ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ তিনি ধন সম্পদের পাহাড় রেখে গেছেন সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ? কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না। তাই টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।”
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত মৃত ব্যক্তির নাম নাসসি আল খিরকি নয় বরং শেরন সুখেদো এবং তিনি কুয়েতের নয় বরং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এর ধনী ব্যক্তি। এছাড়া নাসসি আল খিরকি নামের কুয়েতের কোনো ধনী ব্যক্তির নাম ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া পোস্টগুলোতে সংযুক্ত গাড়ি, বিমান ও শয়নকক্ষের ছবিগুলোও ইন্টারনেট থেকে সংগ্রহীত।
মৃত ব্যক্তির ছবি
পোস্টগুলোতে সংযুক্ত মৃত ব্যক্তির ছবি রিভার্স ইমেজ করে, যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে ২০১৮ সালের ৪ এপ্রিল “Bling funeral: Millionaire real estate mogul, 33, wears $100,000 of jewellery as he lies in a gold casket after being gunned down in Trinidad” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবির ব্যক্তিটির নাম শেরন সুখেদো। দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ৩৩ বছর বয়সী এই ব্যক্তিকে তার শ্বশুড়বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছিলো।

উক্ত নামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভিত্তিক টেলিভিশন চ্যানেল সি টিভির ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৮ মার্চ “Killers Of Used Car Dealer Sheron Sukhdeo Still At Large” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে শেরন সুখেডোর মৃত্যু সম্পর্কে বলা হয়, “পুলিশ এখনও খুন হওয়া ব্যবহৃত গাড়ি ব্যবসায়ী শেরন সুখেডোর খুনিদের খুঁজছে। সোমবার রাত ৯টার দিকে চার্লিভিলের ক্যারোনি সাভানা রোডে আত্মীয়দের বাড়িতে থাকার সময় তাকে একাধিকবার গুলি করা হয়। ৩০ বছর বয়সী দুই সন্তানের এই বাবাকে ছাগুয়ানাস মেডিকেল ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয় এবং যেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এছাড়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভিত্তিক সংবাদপত্র ত্রিনিদাদ এক্সপ্রেসে শেরন সুখেডোর মৃত্যুর মৃত্যুর ১ বছর পর ২০১৯ সালের ২৭ মার্চ “Sheron Sukhdeo murders: Special Task Force to find killers” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে জানা যায়,শেরন সুখেডো মারা যাওয়ার পর তার শ্যালক, দুইজন প্রতিবেশী এবং একজন কর্মচারীকে হত্য করা হয়। এছাড়া তার ভাই শেলডন সুখেডোকে অপহরণ করা হয় এবং ছয় সপ্তাহ পর তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। পরবর্তীতে, শেরন সুখেডো, তার বন্ধু এবং আত্মীয়দের কে হত্যা করেছে সেটি খুঁজে বের করার জন্য একটি বিশেষ তদন্ত ইউনিট নিয়োগ করা হয়।
বিলাসবহুল বিমান ও গাড়ির ছবি
রিভার্স ইমেজ সার্চ করে, ‘airliners.net’ ওয়েবসাইটে বিমানের মূল ছবিটি খুঁজে পাওয়া যায় এবং জানা যায় এটি “Bombardier Challenger 300 (BD-100-1A10)” নামের একটি বিমান।

অন্যদিকে, bmwblog নামের ওয়েবসাইটে গাড়ির মূল ছবিটি খুঁজে পাওয়া যায় এবং জানা যায় এটি BMW Z4 নামের একটি কনসেপ্ট গাড়ি।

পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়, প্রথমে উপোরক্ত গাড়ির ছবিকে মিরোর করা হয়েছে এবং পরবর্তীতে বিমান ও গাড়ির ছবিকে কোলাজ করে গাড়ি ও বিমানের একত্রিত ছবিটি বানানো হয়েছে।

শয়নকক্ষের ছবি
রিভার্স ইমেজ সার্চ করে, ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ও, ইন্ডিয়ামার্ট সহ বিভিন্ন ওয়েবসাইটে একই শয়নকক্ষের ছবি পাওয়া গেলেও শয়নক্ষটির মূল প্রেক্ষাপট সম্পর্কে জানা সম্ভব হয়নি।

কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি
ফেসবুক পোস্টগুলোতে কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্ল্যেখ করা নাসসি আল খিরকির নাম ফোর্বসের বর্তমান এবং অতীততে প্রকাশিত বিলিয়নিয়ার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। তবে, এর কাছাকাছি নাসের আল-খারাফি নামের একজন ধনী কুয়েতি ব্যবসায়ীর তথ্য ফোর্বসের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়, যিনি ২০১১ সালে মারা গিয়েছিলেন।

মূলত, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এর খুন হওয়া ব্যক্তি শেরন সুখেদোর মৃত অবস্থার একটি ছবি সংযুক্ত করে তাকে কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি দাবি করা হচ্ছে। তবে ফোর্বসের বর্তমান এবং অতীতের বিলিয়নিয়ার তালিকায় নাসসি আল খিরকি নামের কুয়েতের কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া পোস্টগুলোতে সংযুক্ত দামী গাড়ি, বিমান ও শয়নকক্ষের ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহীত।
উল্লেখ্য, পূর্বেও একই তথ্যের সত্যতা যাচাই করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা যাওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Trinidadexpress – Sheron Sukhdeo murders: Special Task Force to find killers
- Bmwblog – 2019 BMW Z4 – The Details and no Z4 M