সমস্ত সম্পত্তি দানের বিষয়ে রতন টাটা নামে প্রচারিত উক্তিটি বানোয়াট

শুধুমাত্র ১৫০০ কোটি টাকাই নয়, আমার দেশ যদি সংকটে পড়ে, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তিও দিয়ে দিতে রাজি আছি। — রতন টাটা” শীর্ষক দাবিতে একটি তথ্য বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

Screenshot: Facebook 

২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে। 
পোস্টগুলো আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে

২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে। 
পোস্টগুলো আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে। 

২০২২ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে। 
পোস্টগুলো আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানেএখানে। 

২০২৩ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে। 
পোস্টগুলো আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানেএখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারত সংকটে পড়লে রতন টাটা তার সমস্ত সম্পত্তি দানের বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেননি বরং করোনা মহামারীর সংকট চলাকালীন তার দানের বিষয়কে যুক্ত করে আলোচিত ভিত্তিহীন তথ্যটি দীর্ঘদিন ধরে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘Hindustan Times’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ২৮ মার্চ “COVID-19: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১৫০০ কোটি টাকা দেবে টাটা গোষ্ঠী” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Hindustan Times

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেসময় করোনো মহামারীর সংকট মোকাবিলায় দেশের জন্য ১৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রতন টাটা। এর মধ্যে টাটা ট্রাস্টের পক্ষ থেকে ৫০০ কোটি এবং টাটা গ্রুপের অন্য প্রতিষ্ঠান টাটা সন্সের পক্ষ থেকে বাকি ১০০০ কোটি অনুদান দেওয়ার কথা জানানো হয়। তবে উক্ত প্রতিবেদনে ভারত সংকটে পড়লে রতন টাটার সমস্ত সম্পত্তি দান সংক্রান্ত কোনো তথ্য মন্তব্য পায়নি রিউমর স্ক্যানার টিম।

হিন্দুস্তান টাইমের উক্ত প্রতিবেদনের সূত্র হিসেবে রতন টাটার টুইট এবং টাটা সন্সের বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে। 

আমরা উক্ত তথ্যের সূত্র ধরে ঐ টুইট ও বিবৃতি পর্যবেক্ষণ করি। তবে, ২০২০ সালের ২৮ মার্চ কোভিডের অনুদান বিষয়ে প্রচারিত রতন টাটার ঐ টুইটেও তার সম্পত্তি দান সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: twitter

এছাড়া কোভিডের অনুদান নিয়ে টাটা সন্সের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতেও রতন টাটার সমস্ত সম্পত্তি দান সংক্রান্ত কোনো মন্তব্য নেই।

Screenshot: twitter

তাছাড়া, ভারত সংকটে পড়লে রতন টাটা তার সমস্ত সম্পত্তি দান করবেন এমন মন্তব্য করেছেন কিনা এই তথ্যের অধিকতর সত্যতা যাচাইয়ে রতন টাটাকে নিয়ে ২০২০ সাল থেকে এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত গত তিন বছর প্রতিবেদনগুলো যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

মূলত, ২০২০ সালের মার্চে করোনা মহামারীর সংকট মোকাবেলায় ভারতের জন্য ১৫০০ কোটি অনুদান দেওয়ার ঘোষণা দেয় রতন টাটার টাটা গ্রুপ। সে সময় সংকট উত্তরণে দেশের মানুষের মানুষের থাকার প্রত্যয় ব্যক্ত করে টাটা গ্রুপের মালিক রতন টাটা। ঐ বিষয়কে কেন্দ্র করে ২০২০ সাল থেকে “শুধুমাত্র ১৫০০ কোটি টাকাই নয়, আমার দেশ যদি সংকটে পড়ে, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তিও দিয়ে দিতে রাজি আছি।” শীর্ষক মন্তব্যকে রতন টাটার মন্তব্য দাবি করে ফেসবুকে প্রচার হয়ে আসছে। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারত সংকটে পড়লে রতন টাটা তার সমস্ত সম্পত্তি দান করবেন জানিয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, পূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রতন টাটার নামে ভুয়া উক্তি প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভারত সংকটে পড়লে সমস্ত সম্পত্তি দান নিয়ে রতন টাটার নামে প্রচারিত উক্তিটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img