সম্প্রতি ‘কানাডার জনপ্রিয় র্যাপার ক্লেয়ার হোপের রহস্যজনক মৃত্যু’ হয়েছে শীর্ষক দাবিতে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গণমাধ্যমে প্রচারিত এমন প্রতিবেদন দেখুন বৈশাখী টেলিভিশন, আরটিভি, ঢাকা পোস্ট, চ্যানেল আই, প্রতিদিনের সংবাদ, রাইজিং বিডি, সংবাদ প্রকাশ, খবর সংযোগ।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কানাডার জনপ্রিয় র্যাপার লিল টে ওরফে ক্লেয়ার হোপ মারা যাননি বরং তিনি জীবিত আছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
র্যাপার লিল টের মৃত্যুর গুজব যেভাবে ছড়ালো
এ নিয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিতে গত ৯ আগস্ট ‘Despite Reported Death, Lil Tay Allegedly Alive (Updated)’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৯ আগস্ট লিল টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ও তার ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করা হয়।
এছাড়া লিল টের ম্যানেজমেন্টও ভ্যারাইটিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে প্রতিবেদনে থাকা এ সংক্রান্ত ইনস্টাগ্রামের পোস্টটিতে গিয়ে দেখা যায়, সেটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।
তবে ম্যাগাজিনটি পরবর্তীতে এই বিষয়টি হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ মাধ্যম টিএমজেডের বরাতে জানায়, লিল টে মারা যাননি। তিনি জীবিত আছেন এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
টিএমজেডকে দেওয়া লিল টের সাক্ষাতকারটি পড়ুন এখানে: LIL TAY I’M NOT DEAD
পরবর্তীতে এ নিয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদ মাধ্যম ভক্সে ১০ আগস্ট ‘Lil Tay’s reported death hoax, explained as much as possible’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লিল টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৯ আগস্ট দেওয়া একটি পোস্টে লিল টে ও তার ভাই মারা গেছেন বলে দাবি করা হয়।
তবে এ সংবাদ মাধ্যমটিও গত ১০ আগস্ট টিএমজেডকে দেওয়া লিল টের সাক্ষাতকারটিকে উদ্ধৃত করে জানায়, লিল টের দাবি অনুযায়ী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। তার ও তার ভাই নিরাপদ ও জীবিত আছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৃতীয় পক্ষের দ্বারা পরিচালিত হচ্ছিল এবং তার সম্পর্কে বিভ্রান্তিকর ভুল তথ্য এবং গুজব ছড়িয়েছিল, এমনকি তার নামটিও ভুল ছিল। তার লিগ্যাল নাম Tay Tian, ’Claire Hope’ নয়।
পাশাপাশি লিল টের বাবার সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, তার বাবা লিল টের মৃত্যুর বিষয়ে ইনস্টাগ্রাম পোস্টটিতে কোনো মন্তব্য করেননি এবং নিজেও এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি। এছাড়া লিল টেয়ের এক সাবেক ম্যানেজারও জানান, লিল টের বাবা তার মেয়ের মৃত্যুর খবরটি নিয়ে কোনো মন্তব্য করেননি। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস বা ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের কেউও লিল টে ও তার ভাইয়ের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না বলে জানায়।
এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেকটি গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে গত ১০ আগস্ট ‘Report: Lil Tay is alive, blames death hoax on ‘3rd party’ compromising her Insta’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
মূলত, গত ৯ আগস্ট তারকা র্যাপার লিল টের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার ও তার ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। তবে এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, লিল টে গত ১০ আগস্ট গণমাধ্যমকে বলেন, তিনি ও তার ভাই সুস্থ আছেন। তার ইনস্টাগ্রাম অ্য্যাকাউন্টটি হ্যাক করে তৃতীয় পক্ষের কেউ তাদের মৃত্যুর খবর ছড়িয়েছিল।
সুতরাং, কানাডার জনপ্রিয় র্যাপার লিল টে ওরফে ক্লেয়ার হোপ ও তার ভাইয়ের মৃত্যু দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।