বহু সংখ্যক মানুষ হাতে গেরুয়া পতাকা নিয়ে শোভাযাত্রা করছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ২৭ টি সনাতনী সংগঠন রামনবমী উপলক্ষে চট্টগ্রামে বিশাল শোভাযাত্রা বের করে। তারই দৃশ্য এটি।
উক্ত দাবিতে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
কিছু পোস্টে একই ভিডিও যুক্ত করে ভিডিওর ওপর ‘বাংলাদেশ, চট্টগ্রাম’ লেখা থাকলেও ক্যাপশনে বলা হচ্ছে, ১৭ এপ্রিল চট্টগ্রামে রামনবমী উদযাপিত হতে যাচ্ছে।
এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শোভাযাত্রার এই ভিডিওটি চট্টগ্রামের নয় বরং, ভারতের আসামে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের চলতি বছরের ২২ জানুয়ারি lizabaruah0809 নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলে হুবহু একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে যা লেখা রয়েছে তার অর্থ দাঁড়াচ্ছে, ভগবান রামকে স্বাগত জানাতে ভারতের গুয়াহাটি প্রস্তুত।
একইদিন (২২ জানুয়ারী) ভারতের সংবাদমাধ্যম Deccan Herald এর ওয়েবসাইটে “East, Northeast join rest of India to celebrate Ram temple consecration” শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, “অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে গুয়াহাটিতে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন ভক্তরা।”
Deccan Herald প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে প্রচারিত ভিডিওর একটি ফ্রেমের সঙ্গে মিল খুঁজে পায় রিউমর স্ক্যানার।
Deccan Herald এর প্রতিবেদনে উল্লিখিত রাজ্যপাল সিভি আনন্দ বোস এর rudraveeryasena ইন্সটাগ্রামেও প্রচারিত ভিডিওর সাথে ফ্রেমে মিল এমন একটি ছবিসহ পোস্ট (আর্কাইভ) দেখতে পায় রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, এটা নিশ্চিত যে, এই ভিডিওটি বাংলাদেশের নয়।
তবে বাংলাদেশে সম্প্রতি রামনবমী উদযাপনের তথ্য পাওয়া যায়। গত ১৭ এপ্রিল চট্টগ্রামে এই উদযাপনের একটি ভিডিও দেখুন এখানে।
মূলত, চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার একদিন আগে ভারতের আসামের গুয়াহাটিতে একটি শোভাযাত্রা আয়োজিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিওকে বাংলাদেশের চট্টগ্রামের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভারতে রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিওকে চট্টগ্রামের শোভাযাত্রা দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Instagram: lizabaruah0809
- Deccan Herald: East, Northeast join rest of India to celebrate Ram temple consecration
- Instagram: rudraveeryasena
- Rumor Scanner’s own analysis