ভারতীয় ব্যক্তি রবিকুমারকে বাংলাদেশি ব্যক্তি দাবি করে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “দয়া করে কেউ এড়িয়ে যাবেন না প্লিজ, আপনার আঙ্গুলের চাপের একটি মাত্র শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে একজন বাকপ্রতিবন্ধী সৎ দরিদ্র রিকশাচালক এই ভাইটি।” শীর্ষক শিরোনামে কিছু ছবি সংযুক্ত করে মনিরুল নামের এক ব্যক্তির জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সহায়তার নামে ফেসবুকে প্রচারিত ছবিগুলো মনিরুল ইসলাম নামের বাংলাদেশি কোন ব্যক্তির নয় বরং ছবিগুলো রবিকুমার নামের ভারতীয় এক ব্যক্তির।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, “Help Ravikumar Get A New Face” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

রবিকুমার
Screenshot from Ketto website

পাশাপাশি, ‘Richardsons Face Hospitals’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৯ এপ্রিলে “Help Ravikumar Get A New Face” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে একই ব্যক্তির ছবি খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজে ব্যক্তিটির জন্য ফান্ডরাইজিং নিয়ে ২৬ এপ্রিল ২০২১ সালে প্রকাশিত পোস্টে উক্ত ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

মূলত, ছবির ব্যক্তিটি ভারতীয় নাগরিক রবিকুমার। রবিকুমার ভারতের তামিলনাড়ুর রিচার্ডসন ডেন্টাল ও ক্রেনিওফেসিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২

০১৭ সালে বেদনাহীন ত্বকের বৃদ্ধির বিরল রোগাক্রান্ত হয়েছিলেন। প্যাপিউলের মতো ত্বকের বৃদ্ধি মুখের উপর ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পরবর্তীতে, ঠোঁটের ক্ষতটির এক্সিসিশনাল বায়োপসি করা হয়েছিল এবং ফলোআপের জন্য তিনি নির্দেশিত ছিলেন। দুর্ভাগ্যবশত, নির্দেশনা মেনে না চলায় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় আক্রান্ত ব্যক্তিটির চিকিৎসার জন্য আরোও ১৫ লাখ রুপির প্রয়োজন ছিলো এবং তার জন্য ফান্ডরাইজিং ২০২১ সালের ৩ জুনেই শেষ হয়েছে।

Image Source: Ketto

অন্যদিকে, আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত মনিরুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম এর বিকাশ, নগদ ও রকেট নাম্বারে (01831707542, 01876418376, 018317075428 ) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে বিগত কিছুদিন যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে প্রায় একই ধরণের শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার হয়ে আসছে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় ব্যক্তি রবিকুমারকে বাংলাদেশি মনিরুল ইসলাম দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে একজন বাকপ্রতিবন্ধী সৎ দরিদ্র রিকশাচালক এই ভাইটি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Ketto: https://www.ketto.org/fundraiser/offer-a-helping-hand-to-support-ravi-s-treatment-437702
  2. Ketto Facebook Post: https://www.facebook.com/ketto.org/posts/3934390443280698
  3. YouTube: https://www.youtube.com/watch?v=FRdENiFRXX0&t=1s
  • আরও দেখুন:
  • SCAM

আরও পড়ুন

spot_img