২৬ সেপ্টেম্বর রাজধানীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ দাবিতে নরসিংদীর পুরোনো ভিডিও প্রচার

গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীতে জুম্মার নামাজের পর আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ২৬ সেপ্টেম্বরের নয়। এছাড়া, ওই দিন রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষও হয়নি। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদীতে ধারণ করা হয়েছিল দাবিতে এ বছরের জুলাই থেকে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে একাধিক প্ল্যাটফর্মে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওগুলো এ বছরের জুলাই মাসের বিভিন্ন দিনে আপলোড করা হলেও পোস্টগুলোতে দাবি করা হয়, এটি ২০২৪ সালের ১৮ জুলাই দেশব্যাপী আন্দোলন চলাকালীন নরসিংদীতে ধারণ করা একটি ভিডিও। ভিডিওতে উত্তেজিত শিক্ষার্থীদের তোপের মুখে বিজিবিদের পালিয়ে যেতে দেখা যাচ্ছে বলেও দাবি করা হয় একটি পোস্টে। এমন পোস্ট দেখুন এখানে এবং এখানে

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হলেও কোনো নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে Desh TV News এর ইউটিউব চ্যানেলে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবেদনে দেখানো নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের একটি স্থানের সাথে আলোচিত ভিডিওর স্থানের মিল রয়েছে। 

Comparison by Rumor Scanner 

উভয় স্থানেই আল – আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর একটি শাখা দেখতে পাওয়া যায়। দেশ টিভির প্রতিবেদনের ব্যাংকের নিচে নরসিংদী সিরামিকস্ নামের একটি নীল রংয়ের নেমপ্লেটের একটি দোকান দেখতে পাওয়া যায়। যেটি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতেও রয়েছে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, উক্ত দোকান একটি ব্যাংকটি নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় অবস্থিত। তবে গুগলের স্ট্রিটভিউ ২০২২ সালের হওয়ায় এতে রাস্তা সম্প্রসারণের কাজ দেখা যায় না। 

Comparison by Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি গত ২৬ সেপ্টেম্বরের নয় এবং রাজধানী ঢাকারও নয়। গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদীতে ভিডিওটি ধারণ করা হয়েছিল দাবি করে এ বছরের জুলাই থেকে ভিডিওটি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

এদিকে, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর কোথাও আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ২৬ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের দাবিতে নরসিংদীতে ধারণকৃত পুরোনো একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img