সম্প্রতি “শেষ অবশেষে পতিনের সাথে হাত মিলালো কিংজং এখন সারা দুনিয়া শেষ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওর আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম-জং-উন এর কোনো সাক্ষাৎকারের ঘটনার নয় বরং এটি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকায় রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে উত্তর কোরিয়া ও রাশিয়ার সরকার প্রধানের মধ্যকার অনুষ্ঠিত ২০১৯ সালের এক বৈঠকের ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম “On Demand News”’ এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৫ এপ্রিলে “Kim Jong-un gives Vladimir Putin a SWORD at final summit dinner” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, একই বছরের ২৫ এপ্রিলে কানাডিয়ান গণমাধ্যম “Global News” এর ইউটিউব চ্যানেলে “Kim Jong Un and Putin attend reception, toast to friendship after summit” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়
মূলত, ২০১৯ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া সফরে যান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম-জং উন। ঐ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এর পারস্পরিক কুশল বিনিময় চলাকালে ধারণকৃত একটি পুরোনো ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেনের চলমান সংঘাতকে কেন্দ্র করে ‘অবশেষে পুতিনের সাথে হাত মিলালো কিং জং এখন সারা দুনিয়া শেষ’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্ত থেকে হামলা বন্ধ করে রুশ সেনাদের সরিয়ে নিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ৷ সেখানে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিলো ৷ উক্ত প্রস্তাবের বিপক্ষে ৫টি দেশ ভোট দিয়েছে; রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, সিরিয়া, এবং এরিত্রিয়া।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১৯ সালে রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম-জং-উন এর এক বৈঠক চলাকালীন কুশল বিনিময়ের সময় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি ‘পুতিনের সাথে হাত মিলালেন কিং-জং-উন এখন সারা দুনিয়া শেষ’ শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: শেষ অবশেষে পতিনের সাথে হাত মিলালো কিংজং এখন সারা দুনিয়া শেষ
- Claimed By: TikTok users
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Kim Jong-un gives Vladimir Putin a SWORD at final summit dinner
- Kim Jong Un and Putin attend reception, toast to friendship after summit
- জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত, পাকিস্তান | সমাজ সংস্কৃতি | DW | 03.03.2022
- জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাব, ভোট দিলো না চীন-ভারত | বিশ্ব | DW | 03.03.2022