ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুতিনের অবস্থানের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মরার ভয়ে এখন পানির নিচ দিয়া চলে। আল্লাহ্ ছার দেয় কিন্তু ছেড়ে দেয় না” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটক এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from TikTok Video
Screenshot from TikTok Video

প্রচারিত এমন কিছু ভিডিওর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর পানির নিচে পালিয়ে যাওয়ার ঘটনার নয় বরং এটি ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্টের ক্রিমিয়া সফরের সময় ডুবে যাওয়া প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ পরিদর্শনকালের ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ‘The Telegraph’ এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৯ আগস্টে “Russian President Vladimir Putin pays visit to Crimea in a submarine” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, একই দিনে “Associated Press” এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে “Raw: Putin Plunges into Black Sea with Submarine” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম “BBC” এর অনলাইন সংস্করণে ২০১৫ সালের ১৮ আগস্টে “Putin in Crimea: Leader dives on Black Sea shipwreck in minisub” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ইউক্রেন
Screenshot BBC website

মূলত, ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান ভৌগলিক সোসাইটি অভিযানের অংশ হিসাবে একটি মিনি-সাবমেরিনের মাধ্যমে কৃষ্ণ সাগরে রাশিয়ান গবেষকদের সাথে এগারো শতকের জাহাজের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে যান। সেই মিনি-সাবমেরিনে উঠে ভ্রমণের সময় ধারণকৃত একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে যুদ্ধ লাগিয়ে ভয়ে পানির নিচে অবস্থান করতে যাওয়ার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পানির নিচে অবস্থান করতে যাওয়ার ঘটনার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মরার ভয়ে এখন পানির নিচ দিয়া চলে
  • Claimed By: TikTok & Facebook users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Putin in Crimea: Leader dives on Black Sea shipwreck in minisub – BBC News
  2. Russian President Vladimir Putin pays visit to Crimea in a submarine
  3. Raw: Putin Plunges into Black Sea with Submarine

আরও পড়ুন

spot_img