সম্প্রতি ‘এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই মিলবে অটো জিপিএ-৫’ শীর্ষক একটি দাবি প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দেওয়া হবে শীর্ষক দাবিতে প্রচারিত প্রথম আলোর ফটোকার্ডটি এডিটেড। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর আদলে উক্ত ফটোকার্ডটি তৈরির মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৩ আগস্ট ২০২৩।

এ নিয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে প্রথম আলোর ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ১৩ আগস্ট উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া প্রথম আলো ছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করে ‘এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দিয়ে দেওয়া হবে’ শীর্ষক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ এ গত ১১ আগস্ট ‘এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, “ডেঙ্গু প্রতিবছরই হয়, এ বছর হয়তো প্রকোপটা বেশি। সে ডেঙ্গু পরিস্থিতির জন্য সারাদেশের এইচএসসি পরীক্ষার মত পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী। তারা ঘোষিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নিয়েছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য একদম প্রস্তুত।”
এ নিয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত আরও প্রতিবেদন দেখুন ‘ডেঙ্গুর জন্য এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী’ (ডেইলি ক্যাম্পাস), ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী (সময়ের আলো)।

অর্থাৎ, শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী ‘এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দিয়ে দেওয়া হবে’ বিষয়টি সঠিক নয়।
পাশাপাশি, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ‘এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দিয়ে দেওয়া হবে’ শীর্ষক দাবিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কেউ কোনো বক্তব্য দেননি এবং কোনো গণমাধ্যমও উক্ত মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ প্রচার করেনি।
মূলত, সম্প্রতি ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং নম্বর পুনর্বন্টনসহ চার দফা দাবি নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের এই চার দফা দাবির অন্যতম দাবি হচ্ছে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা। শিক্ষার্থীদের এসব দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে জানান। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর আদলে ফটোকার্ড তৈরি করে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, ‘এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দিয়ে দেওয়া হবে।’ তবে অনুসন্ধানে উক্ত দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি দেখা যায়, প্রথম আলোর আদলে তৈরি উক্ত ফটোকার্ডটিও ভুয়া।
ইতোপূর্বেও প্রথম আলোর ফটোকার্ড নকল করে এইচএসসি পরীক্ষা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এ নিয়ে রিউমর স্ক্যানার টিমের বিস্তারিত প্রতিবেদন পড়ুন –
- প্রথম আলোর ফটোকার্ড নকল করে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নামে ভুয়া মন্তব্য প্রচার,
- প্রথম আলোর ফটোকার্ড নকল করে এইচএসসির সময়সূচি পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য প্রচার
সুতরাং, এইচএসসি পরীক্ষার্থীদের ডেঙ্গু হলেই অটো জিপিএ-৫ দেওয়া হবে শীর্ষক দাবিতে প্রথম আলোর আদলে তৈরি ফটোকার্ডটি ভুয়া এবং আলোচিত দাবিটিও সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bdnews24: এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- The Daily Campus: ডেঙ্গুর জন্য এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- Daily Somoyer Alo: ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
- Rumor Scanner’s Own Analysis