প্রথম আলোর ফটোকার্ড নকল করে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘ভূমিকম্পের কারনে পেছাতে পারে এইচএসসি পরীক্ষা ‘ শীর্ষক একটি তথ্যকে শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্য দাবিতে প্রথম আলোর আদলে তৈরি একটি ফডোকার্ডের মধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ), এখানে ( আর্কাইভ) , এখানে ( আর্কাইভ)  এবং এখানে ( আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভূমিকম্পের কারনে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি কোনো মন্তব্য করেনি বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রথম আলোর আদলে একটি ফটোকার্ড তৈরির মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে প্রথম আলোর আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ আগস্ট ২০২৩।

Screenshot : Facebook claim post

এ নিয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে প্রথম আলোর ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ১৪ আগস্ট উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া প্রথম আলো ছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করে ‘ভূমিকম্পের কারনে এইচএসসি পরীক্ষা পেছাতে পারে’ শীর্ষক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, দেশীয় দৈনিক নয়া দিগন্তে গত ১১ই আগস্ট ‘দুর্যোগকবলিত স্থান ছাড়া এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot : Naya Diganta 

প্রতিবেদনটিতে শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়,”পরীক্ষার সময় যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়, তবে সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। এছাড়া সারাদেশে পরীক্ষা চলবে।”

তিনি আরো বলেন, “কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।”

অর্থাৎ, শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী ‘ভূমিকম্পের কারনে পেছাতে পারে এইচএসসি পরীক্ষা’ শীর্ষক দাবিটি  সঠিক নয়।

পাশাপাশি, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ‘ ভূমিকম্পের কারনে এইচএসসি পরীক্ষা পেছাতে পারে’ শীর্ষক দাবিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দেননি এবং কোনো গণমাধ্যমও উক্ত মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ প্রচার করেনি।

মূলত, আগামীকাল ১৭ই আগস্ট শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে গত ১৪ আগস্ট সোমবার রাত ৮ টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় ‘ভূমিকম্পের কারনে পেছাতে পারে এইচএসসি পরীক্ষা’ শীর্ষক একটি মন্তব্যকে শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্য দাবিতে জাতীয় দৈনিক প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী দীপু মনি এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া, অনুসন্ধানে উক্ত দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি দেখা যায়, প্রথম আলোর আদলে তৈরি উক্ত ফটোকার্ডটিও ভুয়া। 

উল্লেখ্য, ইতোপূর্বেও প্রথম আলোর ফটোকার্ড নকল করে এইচএসসি পরীক্ষা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
এ নিয়ে রিউমর স্ক্যানার টিমের বিস্তারিত প্রতিবেদন পড়ুন
প্রথম আলোর ফটোকার্ড নকল করে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সুতরাং, শিক্ষামন্ত্রী দীপু মনির বরাত দিয়ে ভূমিকম্পের কারনে এইচএসসি পরীক্ষা পেছাতে পারে দাবিতে প্রথম আলোর আদলে তৈরি ফটোকার্ডটি ভুয়া এবং আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img