গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে সমকামিতার গল্প নিয়ে তৈরি ‘রূপান্তর’ নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এই ঘটনায় বিনোদন জগতের তারকা, পরিচালক এবং প্রযোজকেরা নিন্দা জানিয়েছেন।
এরই প্রেক্ষিতে, “ভারতীয় চলচ্চিত্রে সমকামী চরিত্রে অভিনয়ের কারণে অভিনেত্রী বাঁধনকে গ্রেফতারের দাবি ইসলামি ঐক্যজোটের” শীর্ষক শিরোনামে প্রথম আলোর এবং ডেইলি স্টারের আলাদা দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রথম আলোর ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ডেইলি স্টারের ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমকামী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে গ্রেফতারের দাবি জানায়নি ইসলামি ঐক্যজোট বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দুইটি ফটোকার্ড তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ না থাকলেও সেখানে ডেইলি স্টারের লোগো রয়েছে। এছাড়া প্রথম আলোর লোগো যুক্ত একটি ফটোকার্ডে প্রকাশের তারিখ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ রয়েছে।
লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ডেইলি স্টারের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
এছাড়া, উক্ত গণমাধ্যমগুলোও ওয়েবসাইট (১,২) এবং ইউটিউব চ্যানেলেও (১,২) এসংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আজ (২৬ সেপ্টেম্বর) প্রথম আলোর ফেসবুক পেজ থেকে আলোচিত ফটোকার্ডটি মিথ্যা উল্লেখ করে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। একইভাবে ডেইলি স্টারের ফেসবুক পেজ থেকেও মিথ্যা উল্লেখ করে দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় বিশাল ভরদ্বাজের ছবি ‘খুফিয়া’। এই ছবিতে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। সেখানে বাঁধনকে দেখা গেছে সমকামী চরিত্রে।
সুতরাং, সমকামী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামি ঐক্যজোট- শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।
তথ্যসূত্র
- Prothom Alo- Facebook Page
- Prothom Alo- Website
- Prothom Alo- Youtube Channel
- Prothom Alo- Facebook Post
- Daily Star- Facebook Page
- Daily Star- Website
- Daily Star- Youtube Channel
- Daily Star- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis