সরকারি সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)। এরই প্রেক্ষিতে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারীর সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে প্রদর্শিত নারী মুগ্ধ এর মা।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি এই দাবিতে সবচেয়ে ভাইরাল ভিডিওটি ১১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং এক লক্ষ বিশ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত সাক্ষাৎকারের ভিডিওটিতে প্রদর্শিত নারী কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) এর মা নন, বরং তিনি উক্ত আন্দোলনে নিহত অন্য আরেক ব্যক্তি তাহির জামান প্রিয় এর মা।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মূল সাক্ষাৎকারের একটি ভিডিও পাওয়া যায়। রংপুর বিভাগ ভিত্তিক মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্ম DRB News এর ফেসবুক পেজে উক্ত নারীর সাক্ষাৎকারের ভিডিওটি পাওয়া যায়। সাক্ষাৎকারে উক্ত নারীর বলা কথাগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা সাক্ষাৎকারের কথাগুলোর হুবহু মিল পাওয়া যায়। তাছাড়া, সাক্ষাৎকার ধারণকৃত মাইক্রোফোনে DRB News এর লোগো দেখা যায়। যা দেখে নিশ্চিত হওয়া যায় এটা DRB News এর নিজের ধারণকৃত এবং এটাই মূল সাক্ষাৎকারের ভিডিও।
উক্ত ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “ঢাকায় কোটা আন্দোলনে মাথায় গু লি লেগে ঢাকাতে যেভাবে লুটিয়ে পড়েছিল রংপুরের প্রিয়।” তাছাড়া, ভিডিওটিতে বলা নারীর সাক্ষাৎকার শুনে জানা যায়, তিনি এই ব্যক্তির মা অর্থাৎ প্রিয় এর মা।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৯ জুলাই ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালীন নিহত হন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়। রংপুরের জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে প্রিয় এর বাড়ি। প্রিয় এর মা সেখানেই থাকেন।
উল্লেখ্য, সরকারি সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)।
মূলত,সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৯ জুলাই ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালীন নিহত হন দ্য রিপোর্ট ডট লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়। উক্ত ঘটনায় রংপুর ভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম DRB News প্রিয় এর মা এর কাছ থেকে নেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে। উক্ত সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনে নিহত অন্য এক ব্যক্তি মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) এর মায়ের সাক্ষাৎকার দাবিতে প্রচারিত হচ্ছে।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে নিহত প্রিয় এর মায়ের সাক্ষাৎকারের ভিডিওকে উক্ত আন্দোলনে নিহত মুগ্ধ এর মায়ের সাক্ষাৎকার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- DRB News – Facebook Post
- The Report – তাহির জামান প্রিয়: এক স্বপ্নবাজ তরুণের অকাল মৃত্যু
- Prothom Alo – ‘চোখেমুখে হাসত ছেলেটা, নৈতিক দায়িত্ববোধ থেকে সে আন্দোলনে গিয়েছিল’
- Rumor Scanner’s own analysis