১২ মার্চ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ‘এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় হলিক্রস কলেজের প্রিয়ন্তী সুলতানা নামের শিক্ষার্থী প্রথম হয়েছে’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর নাম প্রিয়ন্তী সুলতানা নয় বরং রাফসান জামান। ফলাফল প্রকাশের পূর্বেই প্রিয়ন্তী সুলতানা নামের এক শিক্ষার্থী প্রথম হওয়ার একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম সমকালের ওয়েবসাইটে ১২ মার্চ সকাল ১১টা ৩২ মিনিটে “মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতির বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ১২ মার্চ দুপুর দেড়টায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশীয় মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, ঢাকা পোস্ট এবং ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা গেছে।
তবে, ১২ মার্চ দুপুর সাড়ে বারোটার দিক থেকেই ‘হলিক্রস কলেজের প্রিয়ন্তী সুলতানা নামের এক শিক্ষার্থী এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমন কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।
অর্থাৎ, ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের পূর্বেই প্রিয়ন্তী সুলতানা নামের এক শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে, ১২ মার্চ দুপুর ২টা ২৭ মিনিটে “মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি” ক্যাপশনে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম সমকালের ফেসবুক পেইজে একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
লাইভ ভিডিওটিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কে ফলাফল ঘোষণা করতে দেখা যায়। ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডে তিনি এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে রাফসান জামান নামের এক শিক্ষার্থী প্রথম হয়েছে।
পরবর্তীতে, দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও একই তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
মূলত, ১২ মার্চ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১২ মার্চ দুপুর দেড়টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফলাফল প্রকাশ করবেন বলে জানানো হয়। তবে দুপুর সাড়ে বারোটার দিকে ‘এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিয়ন্তী সুলতানা নামের শিক্ষার্থী প্রথম হয়েছেন’ দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফলাফল প্রকাশের পর জানা যায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাফসান জামান নামের একজন শিক্ষার্থী।
সুতরাং, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিয়ন্তী সুলতানা নামের শিক্ষার্থী প্রথম হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal – মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ
- Channel24 – দুপুরে প্রকাশ হবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে
- Dhakapost – আজই হচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- The Daily Star – মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল দুপুরে
- Samakal on Facebook – https://www.facebook.com/TheDailySamakal/videos/942467793554450
- News Bangla 24 – চেষ্টার কমতি ছিল না: মেডিক্যালে প্রথম হওয়া রাফসান
- Bdnews24 – প্রথম! রাফসান নিজেই অবাক