সম্প্রতি ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার সূত্রে ‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা’ শীর্ষক শিরোনামে একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ছবি তুলেছেন দাবিতে দৈনিক আনন্দবাজারে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে গণমাধ্যমটিতে প্রকাশিত একটি সংবাদ বিকৃত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলোর সূত্রে দেখা যায়, ‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে ৯ সেপ্টেম্বর, শনিবার, শহর সংস্করণে।
এ সূত্রে গণমাধ্যমটির ওয়েবসাইটে একই দিনের একই সংস্করণটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এই সংস্করণটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের ছবিটির তুলনামূলক পর্যালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটির সাথে মূল আনন্দবাজার পত্রিকার বেশ কিছু অসংগতি পাওয়া যায়।
যেমন, আনন্দবাজার পত্রিকার লিড বা প্রধান শিরোনাম ছিল ‘বিবৃতিতে বহুত্ববাদও’, সেকেন্ড লিড বা দ্বিতীয় প্রধান শিরোনাম ছিল ধূপগুড়িতে জয় ‘ইন্ডিয়া’র: মমতা, প্রথম কলামে শিরোনাম ছিল যাদবপুরে ছাত্রমৃত্যুতে পকসো ধারা।
এই শিরোনামগুলোর সাথে আনন্দবাজার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে ‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে যে শিরোনামটি দেখা যাচ্ছে, সেটি আনন্দবাজারের মূল পত্রিকাটিতে খুঁজে পাওয়া যায়নি। বরং তার পরিবর্তে একই জায়গায় ‘চিনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধু ভারত, বার্তা হাসিনার’ শীর্ষক একটি সংবাদ দেখা যায়।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে প্রচারিত সংবাদে ‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা’ শীর্ষক সংবাদটিতে প্রেসিডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি দেখা গেলেও আনন্দবাজার পত্রিকাটিতে এমন কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি আনন্দবাজার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে প্রচারিত সংবাদটিতে ব্যবহৃত ফন্টের সাথেও মূল আনন্দবাজার পত্রিকায় ব্যবহৃত ফন্টের মধ্যেও মিল খুঁজে পাওয়া যায়নি।
এ পর্যন্ত অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি২০ সম্মেলনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় ‘চিনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধু ভারত, বার্তা হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন ও গণমাধ্যমটিতে প্রকাশিত বাইডেন-মোদীর কুশল বিনিময়ের আরেকটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপরিউক্ত সংবাদটি প্রচার করা হচ্ছে।
মূলত, ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুশলাদি বিনিময়কালে সেলফি তুলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বাইডেন উক্ত সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও কুশল বিনিময় করেন। বাইডেন-মোদি কুশল বিনিময়ের এমন একটি ছবি ও নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে আনন্দবাজারে প্রকাশিত একটি সংবাদ বিকৃত করে গণমাধ্যমটির সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা’ শীর্ষক বানোয়াট শিরোনামে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ছবি তুলেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও বিকৃত করা।
তথ্যসূত্র
- Anandabazar: আনন্দবাজার পত্রিকা, ৯ সেপ্টেম্বর, শনিবার, শহর সংস্করণ
- Rumor Scanner Own Analysis