ছবিটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী তরুণী প্রিসিলা ফাতেমার নয়

সম্প্রতি, “আমাদের বাংলাদেশি মেয়ে প্রিসিলা যখনমিয়া খলিফা হয়ে যায়।” সহ ভিন্ন ভিন্ন শিরোনামে নিউয়র্ক প্রবাসী বাংলাদেশী মেয়ে প্রিসিলা ফাতেমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “আমাদের বাংলাদেশি মেয়ে প্রিসিলা যখন মিয়া খলিফা হয়ে যায়” শিরোনামের ছবিটি প্রিসিলা ফাতেমার নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা বিকৃত করা একটি ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Mia khalifa এর অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ২০১৯ সালের ১০ই জানুয়ারি পোস্ট করা ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্ট হাম-এর জার্সি পরিহিত মিয়া খলিফার মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

এছাড়াও, যুক্তরাজ্য ভিত্তিক ট্যাবলয়েড Daily Star-এ ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশিত Mia Khalifa wears beloved West Ham shirt on Instagram sending Hammers fans wild শিরোনামে একটি প্রতিবেদনেও ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্ট হ্যামের জার্সি পরিহিত মিয়া খলিফার ছবিটি পাওয়া যায়।

মূলত, ইংলিশ ফুটবল ক্লাব ওয়েস্ট হ্যামের ভক্ত মিয়া খলিফা, ২০১৯ সালে তার অফিশিয়াল ইন্সট্রাগ্রাম একাউন্টে ওয়েস্ট হ্যামের জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করে। সেই ছবিটিকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিয়া খলিফার মুখাবয়বের স্থলে প্রিসিলা ফাতেমার মুখ প্রতিস্থাপনের মাধ্যমে বিকৃত করে ছবিটিকে প্রিসিলা ফাতেমার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, চার বছর বয়স থেকে বাবা মার সাথে আমেরিকার নিউয়র্কে বেড়ে ওঠা প্রিসিলা ফাতেমা ২০১৭ সাল থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন এবং একটি সেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেন, যার মাধ্যমে গরিব ও অসহায়দের মাঝে খাবারসহ, বিশুদ্ধ পানির জন্য আর্সেনিকমুক্ত নলকূপ ও স্যানেটারি ল্যাট্রিন স্থাপন, কর্মহীনদের কর্মসংস্থানের জন্য ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া, গ্রামীণ নারীদের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন সহ নানা সেবামূলক কাজ করছে প্রিসিলার ভলান্টিয়াররা। দেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে এই সংগঠনটিতে।

সূতরাং, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিয়া খলিফার ছবিতে নিউয়ার্ক প্রবাসী বাংলাদেশি মেয়ে প্রিসিলা ফাতেমার মুখ বসিয়ে বিকৃত করে প্রিসিলার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ন মিথ্যা। 

তথ্যসূত্র

Mia Khalifa’s official Instagram account: Mia K. on Instagram: “⚒⚒⚒ @uref.official”

Daily mail: Mia Khalifa wears beloved West Ham shirt on Instagram sending Hammers fans wild – Daily Star

আরও পড়ুন

spot_img