সম্প্রতি, “ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে প্রবাসে আসতে খরচ হয় এক লাখ টাকা আর বাংলাদেশ থেকে প্রবাসিদের আসতে খরচ হয় ৫ লাখ টাকা” শিরোনামে পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ভিডিওটির শুরুর ৮ সেকেন্ড সময়ে এক পুলিশ সদস্যকে বলতে দেখা যায়, “ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল থেকে প্রবাসে আসতে খরচ হয় এক লক্ষ টাকা। আর আমাদের বারো আউলিয়ার দেশ বাংলাদেশ থেকে প্রবাসীদের আসতে খরচ হয় ৫ লক্ষ টাকা।”
পরের ৯ সেকেন্ড সময় হতে ভিন্ন আরেক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, “চাঁদাবাজি শুধু রাস্তায় হয়না, প্রত্যেকটা প্রবাসীর সাথে হয়। এ দালালদের সিন্ডিকেট ভাঙ্গতে হবে। প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আমার এই দাবী।”

ফেসবুকে প্রচারিত উক্ত দাবি সম্বলিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের নিয়ে দেওয়া পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো পুলিশ সদস্য বাস্তবে এরূপ কোনো বক্তব্য প্রদান করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটির দৈর্ঘ ১৬ সেকেন্ড। ভিডিওটির শুরুর ০৮ সেকেন্ডে এক পুলিশ সদস্যকে কথা বলতে শোনা গেলেও ০৯ সেকেন্ড সময় হতে ভিন্ন আরেকজন পুলিশ সদস্যকে কথা বলতে শোনা যায়। অনুমান করা যায়, এই ভিডিওটি গুগলের অত্যাধুনিক এআই টুল Veo দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি, যেটি ৮ সেকেন্ড সময়ের দীর্ঘ বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। ২টি আলাদা ভিডিও একত্রিত করে ১৬ সেকেন্ডের আলোচিত দাবি সম্বলিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি করা ভিডিওকে পুলিশ সদস্য কর্তৃক প্রবাসীদের নিয়ে বক্তব্যের আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DeepFake-o-meter: AI Content Detector
- Veo: AI video generator
- Rumor Scanner’s analysis