সম্প্রতি ‘পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের মিছিল’ শিরোনামের একটি ভিডিও ‘গাজীপুরে পুলিশের শত বা’ধা ভে’ঙে রাস্তায় ঝ’ড় তুললো আওয়ামী লীগ — চারদিক কেঁপে উঠলো জয়বাংলা স্লোগানে!’ ক্যাপশনে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গাজীপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ আয়োজিত মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘parbattanews’ নামক পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২১ জুন ‘খাগড়াছড়িতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলটি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়। এটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌছলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে অগ্রসর হলে আরো দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
পরবর্তীতে, পার্বত্য নিউজের ওয়েবসাইটে ২০২৩ সালের ২১ জুন ‘খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, পুলিশের ব্যারিকেড ভেঙে গাজীপুরে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালে খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিএনপির মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- parbattanews – খাগড়াছড়িতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ
- parbattanews – খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ