বিএনপির পক্ষে মিছিল করার কারণে সাভারে ছাত্রদের কিংবা ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশের হামলার দাবিটি মিথ্যা

সম্প্রতি, বিএনপির পক্ষে মিছিল বের করার কারণে সাভারে কলেজ ছাত্রদের ওপর পুলিশের হামলার দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। একই ভিডিওটি কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী ক্যাপশনে বিএনপির পক্ষে মিছিল বের করার কারণে ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশের হামলার দাবিতে প্রচার করেছেন।

বিএনপি

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপির পক্ষে মিছিল বের করার কারণে সাভারে ছাত্রদের কিংবা এবং ছাত্রদলের কর্মীদেরকে পুলিশের মারধরের কোনো ঘটনার নয়। বরং, উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ও অন্যান্য দাবিতে গত ২১ জুন ঢাকার নতুনবাজারে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে ভিডিওটিতে থাকা ইত্তেফাকের লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে গত ২১ জুন প্রচারিত ‘শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি, উত্তাল নতুন বাজার মোড়’ শিরোেনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison : Rumor Scanner

গণমাধ্যমটির ফেসবুক পেজেও গত ২১ জুন একই দাবিতে ভিডিওটি প্রচার করতে দেখা যায়।

ইত্তেফাকের ভিডিওটির  ক্যাপশনে থাকা তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ২১ জুন ‘নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ও অন্যান্য দাবিতে গত ২১ জুন রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। আরও জানা যায়, পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়াও, এ বিষয়ে কালের কন্ঠকালবেলার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, এটি উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে ও অন্যান্য দাবিতে গত ২১ জুন নতুনবাজারে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও।

সুতরাং, রাজধানীর নতুনবাজারে ভিন্ন কারণে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে সাভারে বিএনপির পক্ষে মিছিল বের করার কারণে ছাত্রদের কিংবা ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img