সম্প্রতি “১১৬ জন আলেমের তালিকা নিয়ে সংসদ গরম | ১১৬ আলেমের লিস্ট” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদের অধিবেশনের ভিডিও নয় বরং এটি প্রায় ৩ বছর পুরনো একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভিডিও।
ভিডিও যাচাই
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে,“BANGLAR KHOBOR 24” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১২ মার্চে “একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া। উক্ত ভিডিওটিতে ৩৬ মিনিট ২১ সেকেন্ডে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন হুবুহ মিল খুঁজে পাওয়া
পরবর্তীতে, উক্ত ভিডিও থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার গণমাধ্যম প্রথম আলো এর অনলাইনে সংস্করণে ২০১৯ সালের ১২ মার্চে “মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা – এ ধারণার সঙ্গে একমত নই : প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৯ সালের ১১ মার্চে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদে ভাষণ দেওয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের অবস্থা এবং তাদের উন্নয়ন, তাদের বিরুদ্ধে জঙ্গীবাদের অভিযোগ নিয়ে বক্তব্য প্রদান করেন। একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিওকে সম্প্রতি গণকমিশনের ১১৬ জন আলেমের তালিকা জমা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে আলোচিত ভিডিওটির মূল উৎস খুঁজে পাওয়া না গেলেও এটি ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভিডিও।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সর্বশেষ ১৭তম অধিবেশন চলতি বছরের ২৮ মার্চে অনুষ্ঠিত হয়েছে এবং একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে।
Read More: ভিডিওটি এমপি মমতাজের বাড়িতে র্যাবের অভিযানের ঘটনার নয়
প্রসঙ্গত, গত ১১ই মে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ ১১৬ জন আলেমের তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় মানবাধিকার কমিশনে জমা দিয়েছে।
সুতরাং ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের ভিডিওকে সম্প্রতি গণকমিশনের ১১৬ জন আলেমের তালিকা জমা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BANGLAR KHOBOR 24 Youtube Link – একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Prothom Alo – মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা – এ ধারণার সঙ্গে একমত নই : প্রধানমন্ত্রী
- Kalerkontho – ১৭তম অধিবেশ
- Ittefaq – ১৮তম অধিবেশন
- Channel24tv – গণকমিশনের ১১৬ জনের তালিকায় একজন মৃত, আরেকজন ভারতীয়DhakaTimes – গণকমিশনের তালিকায় যেসব ধর্মীয় বক্তা