ভিডিওটি এমপি মমতাজের বাড়িতে র‍্যাবের অভিযানের ঘটনার নয়

সম্প্রতি “মমতাজের বাড়িতে অবৈধ টাকার গোদাম” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়িতে অবৈধ টাকার সিন্দুক উদ্ধারের ঘটনার নয় বরং এটি প্রায় দুই বছর পূর্বে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনু-রূপনের ‘মমতাজ ভিলা’ নামক বাড়িতে র‍্যাবের অভিযান চালানোর সময় ধারণকৃত ভিডিও।

ভিডিওটি বিশ্লেষণ করে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় গণমাধ্যম সময় টিভির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারিতে শুধু টাকা আর টাকা! | ৫ সিন্দুকে মিললো ২৬ কোটি টাকা! | Casino | Somoy TVশীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, দেশীয় গণমাধ্যম যমুনা টিভি , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন   নিউজ২৪ এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারিতে আলোচিত ভিডিওর মূল ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়।

গুজবের সুত্রপাত

বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ভিডিওটির ১৪ সেকেন্ডে বাড়ির নাম ফলকের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘মমতাজ ভিলা’। বাড়ির নামটি বাংলা লোকগানের সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের নামের সাথে মিল থাকার ফলে এবরং আলোচিত ভিডিওটির ক্যাপশনে “মমতাজের বাড়িতে অবৈধ টাকার গোদাম” উল্লেখ থাকায় উক্ত ভিডিওকে সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি থেকে অবৈধ টাকার সিন্ধুক উদ্ধারের দৃশ্য ভেবে অনেক ফেসবুক ব্যবহারকারী বিরুপ মন্তব্য করেছেন।

মূলত, ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারিতে ক্যাসিনোকাণ্ডের আলোচিত দুই ভাই এনামুল হক ইনু ও রুপন ভূঁইয়ার পুরাতন ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের মমতাজ ভিলা নামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। সেই অভিযান চলাকালীন ধারণকৃত ভিডিওটিকেই বর্তমানে ঘটনার বিস্তারিত উল্লেখ না করে শুধুমাত্র মমতাজের বাড়িতে অভিযানের দৃশ্য দাবিতে প্রচার করায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়িতে র‍্যাব অভিযান চলিয়ে বাড়ি থেকে টাকা ভর্তি পাঁচটি সিন্ধুক, পাঁচ কোটি টাকার এফডিআর বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ওয়ান্ডারার্স ক্লাবের সিল লাগানো বেশ কিছু ক্যাসিনো সরঞ্জাম পেয়েছে। উদ্ধারকৃত সিন্দুক থেকে প্রায় ২৭ কোটি টাকা জব্দ করে র‍্যাব।

প্রসঙ্গত, ২০২০ ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনু-রুপনের বাসায় র‌্যাবের অভিযান করার পর দেশীয় গণমাধ্যম “ইনকিলাব”, “ইত্তেফাক” ও “একুশেটিভি” এর অনলাইন সংস্করণে একাধিক প্রতিবেদন করা হয়।

সুতরাং, ২০২০ সালে এনু-রুপনের ‘মমতাজ ভিলা নামক বাসায় র‌্যাবের অভিযান চলাকালীন ধারণকৃত ভিডিওকে সম্প্রতি বিস্তারিত ঘটনা উল্লেখ ব্যতীত শুধুমাত্র ‘মমতাজের বাড়িতে অভিযান” দাবিতে প্রচার করায় বিষয়টিকে সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ির ঘটনা ভেবে সামাজিক মাধ্যমে বিরুপ মন্তব্য ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img