সম্প্রতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় বইছে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীর নাম। গত ৮ জুন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এই ঘটনাপ্রবাহের মধ্যেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক কর্মকর্তার বউ আড়াই কেজি স্বর্ণ পরে ছবি তুলেছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি পিএসসি কর্মকর্তা ও তার স্ত্রীর নয় বরং ভিন্ন একজন ব্যবসায়ী ও তার স্ত্রীর ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে উক্ত ব্যক্তির ছবি ও পরিচয় সম্পর্কে জানা যায়। বুলবুল আশরাফুল নামের উক্ত ব্যক্তি মূলত একজন ব্যবসায়ী ও জামালপুরের বুলবুল জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী। প্রচারিত গুজব সম্পর্কে বুলবুল আশরাফুল নিজে কোনো পোস্ট না করলেও তাকে ট্যাগ করে বেশ কয়েকজন ব্যক্তি গুজবটি সম্পর্কে ফেসবুকে পোস্ট করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম পল্লব প্রচারিত গুজব নিয়ে বুলবুল আশরাফুলকে ট্যাগ করে একটি পোস্ট দিয়েছেন। এছাড়াও, Mak Azad নামের বুলবুল আশরাফুলের বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু প্রচারিত গুজব সম্পর্কে আরেকটি পোস্ট করেন।

এসব পোস্টের বরাতে জানা যায়, বুলবুল আশরাফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী। তাছাড়া, তার স্ত্রীর নাম নাহিদা আক্তার পিংকি যিনি পেশায় একজন চিকিৎসক ও জামালপুর শহরের আনন্দ বেকারির মালিকের মেয়ে।
এছাড়াও, বুলবুল আশরাফুলের ফেসবুক অ্যাকাউন্টের বরাতে জানা যায়, ডাঃ নাহিদা আক্তার পিংকি নিয়মিত হযরত শাহজালাল (রঃ) জেনারেল হাসপাতাল লিঃ এ রোগী দেখেন।
মূলত, সম্প্রতি পিএসসির আওতাধীন ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস কান্ডে আলোচনায় উঠে এসেছে প্রতিষ্ঠানটির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীর নাম। এ ঘটনার মধ্যেই প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বউ আড়াই কেজি স্বর্ণ পরে ছবি তুলেছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির বুলবুল আশরাফুল মূলত একজন ব্যবসায়ী ও তার স্ত্রী নাহিদা আক্তার পিংকি পেশায় একজন চিকিৎসক এবং পিএসসি’র সাথে তাদের কোনো যোগসাজশ নেই।
সুতরাং, পিএসসি কর্মকর্তা ও তার স্ত্রীর ছবি দাবিতে একজন ব্যবসায়ী ও তার স্ত্রীর ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bulbul Ashraful: Facebook Profile
- Rasidul Islam Pallob: Facebook Post
- Mak Azad: Facebook Post
- Shahjalal Hospital: Facebook Post
- Rumor Scanner’s Own Research