যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাস প্রসঙ্গে মন্তব্য করেননি শায়খ আহমাদুল্লাহ, জনকণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জাতীয় দৈনিক জনকণ্ঠ এর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ মন্তব্য করেছেন যে “ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাস করা।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে  (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাস প্রসঙ্গে সম্প্রতি কোনো মন্তব্য করেননি শায়খ আহমাদুল্লাহ এবং জনকণ্ঠও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জনকণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বদলে দিয়ে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক জনকণ্ঠ এর লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে গত ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে ‘ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। তবে এই ফটোকার্ডে ‘ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়।’ শীর্ষক শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে তা বদলে দিয়ে ‘ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাস করা।’ বাক্য উল্লেখ করা হয়েছে। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, জনকণ্ঠ এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

জনকণ্ঠ এর ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ভ্যালেন্টাইনস ডে নিয়ে ১৪ ফেব্রুয়ারি এক ফেসবুকে পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শায়খ আহমাদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি বর্জন করুন। পবিত্র জীবন যাপন করুন। 

শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজের এই পোস্টে আলোচিত দাবি সংক্রান্ত কোনো বাক্য উল্লেখ পাওয়া যায়নি। 

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, “ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি যুদ্ধবন্দী নারীদের সাথে সহবাস করা : শায়খ আহমাদউল্লাহ” শীর্ষক শিরোনামে জনকণ্ঠের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img