মঙ্গলবার, ডিসেম্বর 5, 2023
spot_img

রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের ছবি দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

সম্প্রতি, ‘সৌদি প্রো লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যান’ দাবিতে এক ব্যক্তির কপালে ক্ষত অবস্থার একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

রোনালদোর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি প্রো লিগের আল-রায়েদ বনাম আল-নাসরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যান দাবিতে প্রচারিত ছবিটি আলোচিত ক্যামেরাম্যানের নয় বরং এটি জিয়াদ আল-শামারী নামের ভিন্ন এক ব্যক্তির। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘POWR Hunter’ নামের একটি ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্টে গত ১৪ ফেব্রুয়ারি وضعي مع الدنيا وهي’ تسطرني অর্থাৎ, ‘My situation is with the world and it rules me’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি টুইটে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: X (Twitter)

উক্ত টুইট প্রচারকারী ব্যক্তির ছবির সাথে আলোচিত ছবিতে থাকা ব্যক্তির চেহারার তুলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দুই ব্যক্তির মুখমণ্ডলের গঠনগত পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ, ছবিতে থাকা ব্যক্তিটি ‘POWR Hunter’ নামের টুইটার ব্যবহারকারী নয়, তিনি তার টুইটারে ভিন্ন কোনো ব্যক্তির ছবি প্রচার করেছে। 

পরবর্তীতে, ছবিতে থাকা ব্যক্তির আসল পরিচয় জানার জন্য আলোচিত পোস্টসহ আরো কিছু পোস্ট পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে زياد الشمري অর্থাৎ, Zeeyad Al-Shamri নামের এক ব্যক্তির এক্স (টুইটার) আইডির সন্ধান পাওয়া যায়। এই ব্যক্তির সাথে আলোচিত ছবির তুলনামূলক বিশ্লেষণ করে মুখমণ্ডলের হুবহু মিল পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় ক্যামেরাম্যান দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি জিয়াদ আল-শামারীর ছবি। 

Image Comparison: Rumor Scanner

উক্ত ব্যক্তির এক্স (টুইটার) আইডিসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পর্যালোচনা করে জানা যায়, তিনি একজন গেমার ও স্ট্রিমার। তিনি ভিডিও লাইভ স্ট্রিমিং প্লার্টফ্রম টুইচে ভিডিও গেম লাইভ স্ট্রিমিং করেন, পাশাপাশি তিনি ইউটিউব কনটেন্ট তৈরি করেন।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ফুটবল ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম  GOAL এর ওয়েবসাইটে গত ১৭ সেপ্টেম্বর ‘WATCH: Ouch! Cristiano Ronaldo hits camera operator with wayward free-kick during Al-Nassr’s win over Al-Raed’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

Screenshot: GOAL

উক্ত প্রতিবেদনে গত ১৬ সেপ্টেম্বরে অনুষ্ঠিত আল রায়েদ বনাম আল নাসর ম্যাচে রোনালদোর নেওয়া ফ্রি-কিকে  ক্যামেরাম্যানের আঘাত পাওয়ার ভিডিও পাওয়া যায়। কিন্তু সেখানে ক্যামেরাম্যানের এরূপ কোনো ছবি পাওয়া যায়নি।

Screenshot: GOAL

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আল-রায়েদ এবং আল-নাসরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হওয়ার একাধিক সংবাদ পাওয়া গিয়েছে। তবে কোনো মাধ্যমেই আঘাতপ্রাপ্ত সেই ক্যামেরাম্যানের পরিচয় কিংবা আঘাতের পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের মাঠে নামে আল রায়েদ এবং আল নাসর। ম্যাচের ৬৩ মিনিটে আল নাসরের হয়ে ফ্রি কিক নেয় পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এসময় তার নিশানা মিস হয়ে বলটি গিয়ে লাগে গোল পোস্টের পেছনে থাকা ক্যামেরাম্যানের মাথায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কপালে আঘাত পাওয়া এক ব্যক্তির ছবি উক্ত ক্যামেরাম্যানের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যান দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি মূলত জিয়াদ আল-শামারী নামের সৌদি আরব ভিত্তিক একজন গেমার ও গেমিং কনটেন্ট নির্মাতার এবং উক্ত ছবিটি পূর্ব হতেই ইন্টারনেটে রয়েছে।

সুতরাং, ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের ছবি দাবিতে ভিন্ন এক ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img