মুম্বাই লং মার্চের নয়, এটি ২০২০ সালের সিএএ বিরোধী আন্দোলনের ছবি

হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার দায়ে বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচার চাইতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ‘তিরাঙ্গা সংবিধান র‍্যালি’ নামে বিক্ষোভ করে মুম্বাইয়ে জড়ো হয়েছেন মুসলমানরা। এরই প্রেক্ষিতে, ভারতের মুম্বাই শহরে মুসলমানরা একত্রিত হয়েছে দাবিতে একটি ছবি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

গণমাধ্যমের প্রচারিত প্রতিবেদন দেখুন: যমুনা টিভি (ইউটিউব)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার দায়ে ভারতের মুম্বাই অভিমুখে মুসলমানদের বিক্ষোভ করার ঘটনার নয় বরং এটি ২০২০ সালে ভারতের কেরালায় বিভিন্ন মুসলিম গোষ্ঠী কর্তৃক আয়োজিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে আন্দোলনের ছবি।

আলোচিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Beef Janata Party নামক ফেসবুক পেজে ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

উক্ত পোস্ট থেকে থেকে জানা যায়, ২০২০ সালের জানুয়ারি মাসে ভারতের কেরালার কোচি নামক স্থানে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এর বিরুদ্ধে আন্দোলনের ছবি এটি।

এছাড়া, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম HuffPost এর ওয়েবসাইটে ২০২০ সালের ২ জানুয়ারি “Massive Anti-CAA Protest In Kochi On New Year Day: ‘Lived In India, Will Die In India’” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনেও একই ছবি পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের দক্ষিণ কেরালা রাজ্যের কোচিতে বিভিন্ন মুসলিম গোষ্ঠী নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে আন্দোলনের জন্য জড়ো হয়।

সুতরাং, ২০২০ সালে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে আন্দোলনের ছবিকে হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার দায়ে মুম্বাই অভিমুখে সাম্প্রতিক বিক্ষোভের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img