গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য থানা-পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, নির্দেশনাটি কোনো নির্দিষ্ট সংগঠন নয়, বরং সব নিষিদ্ধ সংগঠনের জন্যই প্রযোজ্য। এই পেক্ষাপটে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশনা প্রদান করে মাইকিং করা ব্যক্তিকে মারধর করেছে। পোস্টগুলোতে আরও বলা হয়, এ ঘটনায় ওই ব্যক্তির মাথা ফেটে গেছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা ব্যক্তিকে মারধর করে মাথা ফাটানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চট্টগ্রামের একই উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার এক বিকাশ ব্যবসায়ীর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mohammed Lokman নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৯ সেপ্টেম্বর প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, ভিডিওতে দেখতে পাওয়া জখম ব্যক্তি চট্টগ্রাম কর্ণফুলী এলাকার একজন বিকাশ ব্যবসায়ী। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গত ১৯ সেপ্টেম্বর বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও পাঁচ মোবাইল ছিনতাই শিরোনামে প্রকাশিত একটি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উভয় মাধ্যমেই একই জখম ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে দেখা যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্তরা তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়। আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন।
যেহেতু নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার মাইকিংটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল, তাই আলোচিত দাবিটি অবান্তর। তাছাড়া মাইকিং করা ব্যক্তির চেহারার সঙ্গে হামলার শিকার ব্যক্তির চেহারার কোনো মিল নেই। হামলার শিকার বিকাশ ব্যবসায়ীর বড় দাড়ি থাকলেও মাইকিং করা ব্যক্তির মুখে দাড়ি নেই। পাশাপাশি বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমেও মাইকিং করা ব্যক্তির ওপর হামলার তথ্য মেলেনি।

সুতরাং, দুর্বৃত্তরা চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশনা প্রদান করে মাইকিং করা ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mohammed Lokman Facebook Post
- The Daily Campus Website: বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও পাঁচ মোবাইল ছিনতাই
- NEWS24 Youtube Channel: চট্টগ্রামে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং
- Rumor Scanner’s Analysis