সম্প্রতি, ‘আওয়ামী লীগের মিছিলে যোগ দেওয়াতে বিএনপি সন্ত্রাস বাহিনী নিজের পালিত কুকুর দিয়ে হত্যা করার চেষ্টা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিকে আওয়ামী লীগের মিছিলে যোগদান করায় বিএনপির নেতাকর্মীরা কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করেননি। প্রকৃতপক্ষে, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে চুরির সন্দেহে জয় চন্দ্র সরকার নামের এক যুবকের ওপর সাকুরা স্টিল মিলের নিরাপত্তাকর্মী ও শ্রমিকেরা মিলে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করে। উক্ত ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে গতকাল (২০ সেপ্টেম্বর) প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিও থেকে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করা হয়েছে। উক্ত ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া তিনজন উক্ত কারখানার নিরাপত্তাকর্মী ও শ্রমিক।
একই তথ্যে সংবাদ প্রকাশ করে সমকাল, ইত্তেফাক এবং প্রথম আলোও।
অর্থাৎ, আওয়ামী লীগের মিছিলে যোগদান করায় যুবকের ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, চুরির সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ভিডিওকে আওয়ামী লীগের মিছিলে যোগদান করায় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পালিত কুকুর লেলিয়ে দিয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।