পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে থাকা গোল সংখ্যা পরিবর্তনের দাবিটি মিথ্যা

সম্প্রতি “শুভ জন্মদিন অফসাইড কিং পেলে দাদু একমাত্র ফুটবলার অবসরের পরও যার গোল দিন দিন বাড়তেছে” শীর্ষক শিরোনামে কিংবদন্তি ফুটবলার পেলের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে ভিন্ন সময়ের গোল সংখ্যার তুলনা বুঝিয়ে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুক প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পেলে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের সর্বকালের সেরা গোল স্কোরার লেখার পাশে ব্র্যাকেটে গোল সংখ্যা নির্দেশ করে এমন সংখ্যা পরিবর্তন করে ৭৫৭ থেকে ১২৮৩ করার দাবিটি সত্য নয় বরং উক্ত সংখ্যাটি সবসময় এমনই ছিলো।

গুজবের সূত্রপাত

২০২১ সালের ৪ জানুয়ারি তারিখে পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের পুরো ক্যারিয়ার জুড়ে করা অফিসিয়াল প্রথম-শ্রেণীর ৭৫৭ গোলের রেকর্ড ভেঙে ৭৫৮ গোল স্কোর করে। রোনালদো পেলের উক্ত রেকর্ড ভাঙার পর পেলে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে থাকা সর্বকালের সেরা গোল স্কোরার লেখার পাশে ব্র্যাকেটে গোল সংখ্যা নির্দেশ করে এমন সংখ্যা ৭৫৭ বদলে ১২৮৩ করেছেন দাবিতে লেখা বদলানোর আগে এবং পরের পার্থক্য দেখিয়ে পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের একটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

সেসময় এই বিষয়ে অসংখ্য ক্রিড়া বিষয়ক গণমাধ্যম সংবাদ প্রচার করে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে, ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়ো পরিবর্তনের উক্ত বিষয়টি মিথ্যা জানিয়ে পেলে একটি টুইট করে। উক্ত টুইটে পেলে জানায়, “আমার বিরুদ্ধে সংবাদমাধ্যম অভিযোগ করছে যে, বড় তারকারা আমার রেকর্ড ভাঙার পর আমি নিজের ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেলেছি। তবে আমি উক্ত প্ল্যাটফর্মে যোগদানের পর থেকেই বায়োর লেখা এমনই ছিল।”

Screenshot Source: twitter.com/Pele

পরবর্তীতে, ইন্টারনেট তথ্যের ডিজিটাল আর্কাইভ ওয়েব্যাক মেশিনের অফিশিয়াল ওয়েবসাইটে পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের বেশ কিছু আর্কাইভ খুঁজে পাওয়া যায়। ২০১৯ এবং ২০২০ সালের আর্কাইভে দেখা যায় পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে গোল সংখ্যা নির্দেশ করা উক্ত লেখাটির পাশের ব্র্যাকেটে  ১২৮৩ সংখ্যাটি ছিলো।

Screenshot Source: archive.org
Screenshot Source: archive.org

সুতরাং, রোনালদো ২০২১ সালের ৪ জানুয়ারি তারিখে পেলের অফিসিয়াল প্রথম-শ্রেণীর ৭৫৭ গোলের রেকর্ড ভেঙে ৭৫৮ গোল স্কোর করার পর পেলে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়ো পরিবর্তনের উক্ত দাবি উঠে। কিন্তু এর পূর্ববর্তী সময় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি এবং ২০২০ সালের ০১ নভেম্বর ওয়েব্যাক মেশিনের ডিজিটাল আর্কাইভে পেলের প্রোফাইলে একই লেখা খুঁজে পাওয়া যায়। যার ফলে প্রমানিত হয় পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে গোল সংখ্যা নির্দেশ করা উক্ত লেখাটি রোনালদোর রেকর্ড ভাঙার অনেক আগে থেকেই এমন ছিলো।

পেলের গোল সংখ্যা নিয়ে বিতর্ক

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, আন্তর্জাতিক ক্রিড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন-এর ওয়েবসাইটে ২০২১ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে পেলের গোল সংখ্যা নিয়ে বিতর্কের বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন অনুযায়ী, 

অধিকাংশ রেকর্ড-রক্ষক এবং মিডিয়া আউটলেটের তথ্য মতে পেলের অফিসিয়াল প্রথম শ্রেণীর গোলের সংখ্যা ৭৫৭। ঐতিহাসিক ফুটবল পরিসংখ্যানের প্রতিষ্ঠান RSSSF এর তথ্য মতে পেলের অফিশিয়াল গোল সংখ্যা ৭৭৫। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে পেলের গোল সংখ্যা ১২৭৯ এবং এর জন্য তাকে একটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতিও দিয়েছি সংস্থাটি। ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের তথ্য মতে পেলের গোল সংখ্যা ১২৮১। পেলের নিজিস্ব গণনা অনুযায়ী তাঁর গোল সংখ্যা ১২৮৩। ঐতিহাসিক ফুটবল পরিসংখ্যানের প্রতিষ্ঠান RSSSF এর তথ্য মতে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল গোল মিলিয়ে পেলের সর্বমোট গোলের সংখ্যা ১৩০৩। 

Screenshot Source: ESPN

মূলত, ২০২১ সালের ৪ জানুয়ারি তারিখে ক্রিস্টিয়ানো রোনালদো সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার পেলের ক্যারিয়ারজুড়ে করা সর্বাধিক গ্রহণযোগ্য অফিসিয়াল গোল সংখ্যার (৭৫৭) অতিক্রম করার পর পেলে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে থাকা ‘সর্বকালের সেরা গোল স্কোরার লেখার পাশে ব্র্যাকেটে গোল সংখ্যা নির্দেশ করে এমন সংখ্যা ৭৫৭ থেকে ১২৮৩ করেছেন’ দাবি করে লেখার পার্থক্য নির্দেশ করে এমন একটি স্ক্রিনশটযুক্ত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। কিন্তু এর পূর্ববর্তী সময় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি এবং ২০২০ সালের ০১ নভেম্বর ওয়েব্যাক মেশিনের ডিজিটাল আর্কাইভে পেলের প্রোফাইলে একই সংখ্যাটি খুঁজে পাওয়া যায়। যার ফলে প্রমানিত হয় পেলের ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে গোল সংখ্যা নির্দেশ করা উক্ত লেখাটি রোনালদোর রেকর্ড ভাঙার অনেক আগে থেকেই এমন ছিলো। এছাড়া পেলে একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন উক্ত দাবিটি সত্য নয়, তার বায়োতে সবসময় এই সংখ্যাটিই ছিলো। 

সুতরাং, রোনালদো পেলের সর্বাধিক গ্রহণযোগ্য অফিসিয়াল গোল সংখ্যার (৭৫৭) রেকর্ড ভাঙার পর পেলে তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের সর্বোকালের সেরা গোল স্কোরার লেখার পাশে ব্র্যাকেটে গোল সংখ্যা নির্দেশ করে এমন সংখ্যা ৭৫৭ থেকে ১২৮৩ করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img