শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

ইরানের এক ছেলের হজে গিয়ে কাবাঘরে দুধ ঢালার দাবিটি মিথ্যা 

সম্প্রতি “ইরানের এক ছেলে হজে গিয়ে দুধ ঢেলেছে! এবং সে মনে করেন তার পূর্বপুরুষ হিন্দু ছিলো, আর এটা মক্কেস্বর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot of Facebook post by সজীব নমঃ শুভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে থাকা ব্যক্তিটি ইরানের নাগরিক নন, তিনি সৌদি আরবের নাগরিক। তাছাড়া, ব্যক্তিটি কাবা শরীফে দুধ ঢালেনি বরং তিনি পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে এমন কাজ করেছিল।

কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ইসলাম ভিত্তিক ওয়েবসাইট The Islamik Information এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৮ সালে ২৭ জুন  “Man throwing Petrol on Kaaba” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর হুবহু  মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করে হয় যে, লোকটি কাবা ঘরের গায়ে পেট্রোল ছুড়ে মারছিল।

পরবর্তীতে, মধ্যপ্রাচ্যের জর্ডান ভিত্তিক গণমাধ্যম Al Bawaba এর ওয়েবসাইটে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত “Viral video shows man attempting to set himself alight next to Mecca’s Kaaba” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Source: albawaba

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে, লোকটি কাবাঘরে আগুন দেওয়ার চেষ্টা করেননি, সে নিজের গায়ে পেট্রোল জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল।

এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম Gulf News এর ওয়েবসাইটে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি  “Man tried to set himself ablaze, not Kaaba, security forces say” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় কাবা ঘরে যে ব্যক্তি পেট্রোল ছুড়েছিল তার বয়স ৪০ এবং তিনি একজন সৌদি নাগরিক এবং তিনি মানুষিক ভাবে অসুস্থ।

তাছাড়া, আলোচিত ভিডিওগুলোতে উক্ত ব্যক্তিটিকে ইরানী এবং তার পূর্বপুরুষ হিন্দু ছিলো তাই সে এই বিশ্বাসে কাবা ঘরে দুধ ঢেলেছে, এটা কাবাশরীফ নয় মক্কেস্বর শিবলিঙ্গ এমনটা দাবি করা হলেও কাবা ঘর আসলে মক্কেস্বর শিবলিঙ্গ এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে দেখা যাবে বোতোলে যে তরলটি দেখা যাচ্ছে সেটি লালচে বর্ণের, আর দুধ যদি হত তাহলে তার রঙ হত সাদা।  

মূলত, সৌদি আরবের একজন লোকের আত্মহত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টায় ধারণকৃত ভিডিওকে ইরানের এক ছেলের হজে গিয়ে কাবাঘরে দুধ ঢালার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ইরানের এক ছেলে হজে গিয়ে কাবাঘরে দুধ ঢেলেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  1. The Islamik Information – YouTube:  Man throwing Petrol on Kaaba
  2. Al Bawaba: Viral video shows man attempting to set himself alight next to Mecca’s Kaaba 
  3. Gulf News Man tried to set himself ablaze, not Kaaba, security forces say 
  4. Al Arabiya English:  VIDEO: Man arrested for attempting to set himself alight in front of Kaaba
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img