‘মাশরাফিকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চান পাপন’ শীর্ষক সংবাদটি বিভ্রান্তিকর

সম্প্রতি “মাশরাফীকে বিসিবির নতুন সভাপতি হিসেবে চান পাপন নিজেই” শীর্ষক শিরোনামের একটি তথ্য কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রচারিত এরকম কিছু প্রতিবেদন দেখুন Newstrakin (আর্কাইভ), Bekarjibon (আর্কাইভ), খবর অনলাইন বিডি (আর্কাইভ), সিটি নিউজ বিডি (আর্কাইভ), নিউজ বিগো (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাওয়ার কথা নির্দিষ্টভাবে উল্লেখ করেন নি বরং বিসিবিতে মাশরাফির যুক্ত হওয়ার ব্যাপারে তার (নাজমুল হাসান পাপন) সদিচ্ছার কথা জানান।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দৈনিক সমকালের অনলাইন সংস্করণে “মাশরাফিকে বিসিবিতে চান পাপন” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

Screenshot from Samakal website

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, 

“সম্প্রতি ‘নট আউট নোমানের’ সঙ্গে একান্ত আলাপচারিতায় পাপন বলেন, ‘মাশরাফির জন্য সবসময় বোর্ডের দুয়ার খোলা। পরশু দিনও বলেছি (মাশরাফিকে)। ওকে দেখেই বললাম…”

উক্ত প্রতিবেদনে দেখা যায়, নাজমুল হাসান পাপনের বক্তব্যের সূত্র হিসেবে নট আউট নোমান-এর সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে নট আউট নোমান ইউটিউব চ্যানেলে গত ১৩ জানুয়ারি “মাশরাফি কি সময় দিতে পারবে?” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Not Out Noman youtube channel

উক্ত ভিডিওতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 

“‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।”

অর্থাৎ, উক্ত ভিডিওতে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি ‘সভাপতি’ হিসেবে দেখতে চাওয়ার ব্যাপারে নাজমুল হাসান পাপনের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এছাড়াও, নট আউট নোমান ইউটিউব চ্যানেলে গত ৯ জানুয়ারি “মুখোমুখি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Not Out Noman youtube channel

৫৪ মিনিট ১৫ সেকেন্ডের সম্পূর্ণ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সাক্ষাৎকারের কোথাও মাশরাফি বিন মর্তুজাকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চাওয়ার কথা সুনির্দিষ্টভাবে বলেন নি নাজমুল হাসান পাপন। 

এছাড়াও, মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করেও নাজমুল হাসান পাপনের বক্তব্য হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে চাওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। 

মূলত, গত ৮ জানুয়ারি নট আউট নোমান ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। উক্ত সাক্ষাৎকারে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবিতে দেখতে চাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন পাপন। তবে একজন সংসদ সদস্য হিসেবে মাশরাফির পক্ষে বিসিবিতে কাজ করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পাপন। তবে উক্ত সাক্ষাৎকারে বিসিবি সভাপতি হিসেবে মাশরাফিকে দেখার বিষয়ে কোনো বক্তব্য করেননি নাজমুল হাসান পাপন। কিন্তু পাপনের উক্ত বক্তব্যকেই অতিরঞ্জিত ভাবে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাওয়ার দাবিতে প্রচারিত হচ্ছে। 

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে দেখার ইচ্ছা পোষণ করেছেন তার বাবা গোলাম মূর্তজা। উক্ত বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

Screenshot from Jugantor website

সুতরাং, নাজমুল হাসান পাপনের উক্ত বক্তব্যটি অতিরঞ্জিত ভাবে মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাওয়ার দাবিতে প্রচারিত হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img