নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ীদের ২০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেননি

সম্প্রতি, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদেরকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

নাজমুল হাসান পাপন

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদেরকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০ লাখ টাকা অর্থ পুরস্করের ঘোষণা দেননি বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হয়েছে।

গুজবের সূত্রপাত

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Cricket Zone 24’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ ডিসেম্বর ‘তারা অনেক সুন্দর খেলেছে তাই আমি নিজে থেকেই তাদের জন্য ২০ লাখ টাকা দিব’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ‘Cricket Zone 24’ নামের পেজটির নাম এবং লোগো রয়েছে। এতে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত পেজের এডমিনরাই ভাইরাল এই ফটোকার্ডটির নির্মাতা। এছাড়াও এই পেজটি থেকে প্রায় একই ডিজাইনের ফটোকার্ড (, , ) বিভিন্ন সময়ে প্রচার করা হয়েছে।

পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যম কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদেরকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণার দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২০ ডিসেম্বর ‘শেরাটনে যুব এশিয়া কাপজয়ীদের সঙ্গে পাপনের ডিনার পার্টি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে রাজধানীর হোটেল শেরাটনে ডিনার পার্টির আয়োজন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেখানে এশিয়া কাপ জয়ী জুনিয়র ক্রিকেটারদের পুরস্কার প্রসঙ্গে পাপন বলেন, “আমি চাই ওরা শুধু খেলায় কনসেন্ট্রেট করুক। ওরা মাত্র খেলা শুরু করেছে, শিখছে। এই সময়টায় ওদের মাথায় কোনো টাকাপয়সার চিন্তা আসাই উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।”

মূলত, গত ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। জুনিয়র ক্রিকেটারদের এই সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নেটিজেনরা অভিনন্দন জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেন। পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিজয়ী ক্রিকেটারদের ২০ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের কোনো অর্থ পুরস্কারের ঘোষণা দেননি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের সাথে গত ১৭ ডিসেম্বর ওডিআই ম্যাচে পরাজয়ের জন্য সৌম্য সরকারকে দায়ী করে এই একই পেজ থেকে নাজমুল হোসেন শান্তর নামে ভুয়া মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছিল। সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। প্রতিবেদনটি দেখুন এখানে

সুতরাং, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img