পাকিস্তানের একটি দোকানে পণ্য বিক্রয়ের ভিডিওকে ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের দৃশ্য দাবিতে প্রচার

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ৭ এপ্রিল দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চলছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ঢাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ভিডিও নয় বরং, এটি পাকিস্তানের লাহোরের আজম মার্কেটের ‘Star Collection’ নামক দোকানে পণ্য বিক্রয়ের সময় ধারণকৃতভিডিও। 

এই বিষয়ে অনুসন্ধানে ‘Iftikhar Firdous’ নামক এক্স অ্যাকাউন্টে ভিডিওটির বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

পোস্টটি থেকে জানা যায়, ভিডিওটি মূলত ‘Shfiq Ahmed’ নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যিনি পাকিস্তানের লাহোরের আজম মার্কেটের ‘Star Collection’ নামক দোকানে বিক্রিয়ের সময় ধারণকৃত ভিডিওটি প্রচার করেছিলেন।

পোস্টটিতে দেওয়া লিংকের সূত্র ধরে ‘Shfiq Ahmad’ নামক টিকটক অ্যাকাউন্টে গত ২১ মার্চ আপলোডকৃত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটিতে শিরোনাম ছিল ‘Star Collection’ এবং ২১ মার্চ, ২০২৫ তারিখ উল্লেখ করা ছিল। (অর্থাৎ, মূল ভিডিওতে থাকা ক্যাপশনের অংশ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে কেটে ফেলা হয়েছে)। 

এছাড়াও, টিকটক অ্যাকাউন্টটিতে ভিডিওটি পুনরায় আপলোড পাওয়া যায়। এখানে অনলাইনে প্রচারিত মিথ্যা দাবির বিষয়ে বলতে শোনা যায়, ফেসবুকে লেখা হয়েছে পাঞ্জাবিরা আফগান শরণার্থীদের জিনিসপত্র লুট করছে, যা মিথ্যা। ভয়েস ওভারে বলা কথা থেকে আরও জানা যায়, এটি দোকানে ঈদের সময়ের স্বাভাবিক ভিড়।

তাছাড়া, টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে এমন আরও বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোতে গ্রাহকদের তাড়াহুড়ো করে পোশাক নিতে দেখা যায়। 

অর্থাৎ’ এটা নিশ্চিত যে ভিডিওটি বাংলাদেশের নয়। তাছাড়া, এটি লুটপাটের কোনো ঘটনাও নয়।

সুতরাং, পাকিস্তানের লাহোরের আজম মার্কেটের একটি দোকানের বিক্রয়ের সময়ের ভিডিওকে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চলছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img