সম্প্রতি, ‘নতুন বিভাগ হলো “মেঘনা”। আওতাধীন জেলাসমূহ হলো কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মনবাড়ীয়া। নতুন বিভাগ হলো “পদ্মা” আওতাধীন জেলাসমূহ হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী। পদ্মা বিভাগের বিভাগীয় শহর ফরিদপুর। মেঘনা বিভাগের বিভাগীয় শহর কুমিল্লা। বর্তমানে বাংলাদেশের জেলা সমূহ ১০ টি বিভাগে বিভক্ত।’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পদ্মা এবং মেঘনা নামে নতুন দুটি বিভাগ গঠিত হয়েছে দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সত্য নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই নতুন দুইটি বিভাগ গঠনের তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে।
মূলত, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলা নিয়ে ‘মেঘনা’ নামে নতুন দুইটি বিভাগ করা হবে এমন সিদ্ধান্তের কথা সরকারের শীর্ষ মহল থেকে অনেকদিন ধরে বলা হলেও এখন পর্যন্ত উক্ত দুটি বিভাগ বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত কোনো ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার(০২ জুন) সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক হওয়ার কথা থাকলেও পরবর্তীতে উক্ত বৈঠকটি স্থগিত হয়।

উল্লেখ্য, নতুন বিভাগ গঠন সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয় সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে বিভাগ সংখ্যা ০৮ টি। বিভাগগুলো হলোঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। ২০১৫ সালে সর্বশেষ বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।
সুতরাং, পদ্মা এবং মেঘনা নামে নতুন দুটি বিভাগ গঠিত হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
তথ্যসূত্র
যুগান্তর- পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে: প্রধানমন্ত্রী
প্রথমআলো- এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ
বাংলা ট্রিবিউন- কাল নিকারের বৈঠক, উঠবে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে ২ বিভাগের প্রস্তাব
প্রথমআলো- চার জেলা নিয়ে ময়মনসিংহ অষ্টম বিভাগ