জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা ড. নাকিবুর রহমান। এদিকে নিউইয়র্কে পৌঁছার পর ড. ইউনূসের সফরসঙ্গী মির্জা ফখরুল – তাসনিম জারাকে গালিগালাজ ও আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে হেনস্তা করার ঘটনা ঘটেছে।
এরই প্রেক্ষিতে “শুধু ডিম মারলে হবেনা শাওয়া মাওয়া ছিড়া ফেলতে হইবো খান/কির পোলা গো। আমাদের বাদ দিয়ে নিউইয়র্ক যেতে কে বলেছে….” শিরোনামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মন্তব্য দাবিতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্যা ঢাকা ডায়েরি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শুধু ডিম মারলে হবেনা শাওয়া মাওয়া ছিড়া ফেলতে হইবো খান/কির পোলা গো। আমাদের বাদ দিয়ে নিউইয়র্ক যেতে কে বলেছে – ওসমান হাদী, ইনকিলাব মঞ্চ” শীর্ষক দাবিতে ‘দ্যা ঢাকা ডায়েরি’ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘দ্যা ঢাকা ডায়েরি’র ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ‘দ্যা ঢাকা ডায়েরি’ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৩ সেপ্টেম্বর, ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ‘দ্যা ঢাকা ডায়েরি’ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ‘দ্যা ঢাকা ডায়েরি’র ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সাথে ‘দ্যা ঢাকা ডায়েরি’র ফেসবুক পেজে প্রচারিত প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের তুলনা করলে ফটোকার্ডে লোগো এবং গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের ও তারিখের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
পাশাপাশি, দেশিয় অন্যান্য গণমাধ্যম এবং বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সম্বলিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। ওসমান হাদির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিতে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলেছেন ‘শুধু ডিম মারলে হবেনা শাওয়া মাওয়া ছিড়া ফেলতে হইবো খান/কির পোলা গো। আমাদের বাদ দিয়ে নিউইয়র্ক যেতে কে বলেছে’ শীর্ষক দাবিতে ‘দ্যা ঢাকা ডায়েরি’র নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- The Dhaka Diary – Facebook Page
- The Dhaka Diary – Website
- Osman Hadi – Facebook Page
- Rumor Scanner’s analysis