সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আল জাজিরার ব্রিফিং দাবিতে ২০২১ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি ‘বাংলাদেশ ইস্যু নির্বাচন গনতন্ত্র রাজনীতি জনগণের নিরাপত্তা ভোটাধিকার প্রয়োগ সহ বিভিন্ন তথ্য নিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ব্রিফিং করছি সরাসরি।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

আল জাজিরার ব্রিফিং

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কোনো ব্রিফিংয়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২১ সালে দুবাইতে এক্সপো ২০২০ -এ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী বেকি অ্যান্ডারসনের নারী প্যাভিলিয়ন নিয়ে কথা বলার ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘CNN Connect the World’ এর ফেসবুক পেজে ২০২১ সালের ১৮ জুন ‘Becky Anderson spoke with the UAE’s Minister of State for Int’l Cooperation, and the CEO of Cartier, ahead of Expo 2020 in Dubai. They discussed how the Women’s Pavilion is a global platform paying tribute to women’s role in society.’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ৫১ সেকেন্ড থেকে ১ মিনিট ১৮ সেকেন্ড অংশের মিল খুঁজে পাওয়া গেছে ৷ তবে উক্ত ভিডিওর এই অংশে বা অন্য কোনো অংশে বেকি অ্যান্ডারসনকে বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা বলতে দেখা যায়নি। ভিডিওতে তাকে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। 

Comparison: Rumor Scanner

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, দুবাইতে এক্সপো ২০২০-এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী এবং কার্টিয়ারের সিইও বেকি অ্যান্ডারসনের সাথে কথা বলে। তারা আলোচনা করেছেন যে কীভাবে নারী প্যাভিলিয়ন সমাজে নারীর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, দুবাইতে এক্সপো ২০২০ তাদের নারী প্যাভিলিয়ন কনসেপ্টে কার্টিয়ারের সাথে কোলাবোরেশান করে যা মূলত সমাজে নারীর অবদান তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিলো। 

অর্থাৎ, বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা কোনো ব্রিফিং করেননি। 

সুতরাং, ২০২১ সালে দুবাইতে এক্সপো ২০২০ -এ বেকি অ্যান্ডারসনের নারী প্যাভিলিয়ন নিয়ে কথা বলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ব্রিফিং দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img