সম্প্রতি “একজন বাবা তার কন্যাকে শেষ বিদায় দিচ্ছে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে একজন বৃদ্ধকে একটি মৃত বাচ্চা কোলে নিয়ে আহাজারি করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে মেয়েকে বাবার শেষ বিদায় দেওয়ার দৃশ্যের নয় বরং, এটি ২০২৩ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত নাতনিকে নানার শেষ বিদায়ের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর “‘Soul of my soul’: Israeli shelling kills Gaza grandfather who moved world” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ০১ সেকেন্ড অংশ থেকে ১৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

ভিডিওটির বিস্তারিত বিবরণী অংশ থেকে জানা যায়, ‘গত বছর (২০২৩) নিহত নাতনির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাইরাল হওয়া একজন ফিলিস্তিনি দাদা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। খালেদ নাভানের শোক গাজার অসংখ্য পরিবারের বেদনার প্রতীক ছিল। নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা এখন তারও জীবন কেড়ে নিয়েছে।’ (অনূদিত)
ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কি ওয়ার্ড সার্চ করে আল-জাজিরার ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর একই শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় ইসরায়েলি গোলাবর্ষণে খালেদ নাভান নামে একজন ফিলিস্তিনি ব্যক্তি নিহত হয়েছেন। গত বছর (২৯ নভেম্বর,২০২৩) একটি ভিডিওতে তার নিহত নাতনির চোখে চুম্বন করে তাকে “আমার আত্মার আত্মা” বলে সম্বোধন করার পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় তার নাতনি রিম এবং নাতি তারেক নিহত হন। প্রায় ১৩ মাস পর (১৬ ডিসেম্বর, ২০২৪), তার নিজের হত্যাকাণ্ড গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতা এবং ভূখণ্ডের কোথাও নিরাপত্তার অনুপস্থিতি প্রকাশ করে। (অনূদিত)
একই বিষয়ে সেসময় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়।
সুতরাং, ২০২৩ সাথে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত নাতনিকে নানার শেষ বিদায়ের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে মেয়েকে বাবার শেষ বিদায় দেওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Al Jazeera English – YouTube Video
- Al Jazeera –‘Soul of my soul’: Israeli shelling kills Gaza grandfather who moved world
- CNN World – Man tears up remembering last evening with grandchildren killed in airstrike
- The New Arab – ‘Soul of my soul’: Israeli army kills iconic Gaza grandfather Khaled Nabhan