সম্প্রতি, ট্রেনে আগুন লেগেছে বলে একটি দাবি ফেসবুকে প্রচারিত হচ্ছে। একটি ভিডিও যুক্ত করে ‘ট্রেনে আগুন- আহা দেশের অবস্থা! দেশের দায়িত্ব কার হাতে তুলে দিলেন?’ শিরোনামে দাবিটি প্রচারিত হয়েছে। এছাড়াও একই ভিডিওটি ‘ময়মনসিংহে ট্রেনে ভয়াবহ আগুন’ দাবিতেও প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন দাবির কিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে, (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে, (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ট্রেনে আগুন লাগার প্রচারিত দাবিটি সঠিক নয়। মূলত, ২০২২ সালে পারাবত এক্সপ্রেসে আগুন লাগার একটি ভিডিও সাম্প্রতিক ট্রেনে আগুন লাগার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ট্রেনে আগুন লাগার প্রচারিত ভিডিওটি UNB- United News of Bangladesh এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। ‘মৌলভীবাজার শমসেরনগরে চলন্ত আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন’ শিরোনামে ২০২২ সালের ১১ জুন ভিডিওটি সেখানে প্রকাশ করা হয়েছিল।

পরবর্তীতে, উক্ত ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ দুর্ঘটনা নিয়ে ২০২২ সালের ১১ জুন প্রকাশিত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, “মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
শনিবার (১১ জুন ২০২২) দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এগিয়ে আসলেও হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে আরো ২টি বগিতে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।”
সুতরাং, ২০২২ সালে মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন লাগার পুরোনো ভিডিও সাম্প্রতিক ট্রেনে আগুন এর ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।