দাবি করা হচ্ছে, সাকিব আল হাসান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানিয়ে সাকিব আল হাসান কোনো ভিডিও প্রকাশ করেননি। বরং ২০১৮ সালের ০৩ আগস্ট নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে সাকিবের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়। এ বিষয়ে প্রথম আলো ২০১৮ সালের ০৪ আগস্ট ‘আমাকে ভুল বুঝবেন না, অনুরোধ সাকিবের’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলে ফেসবুক পোস্ট করলে তিনি সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে এক ভিডিওবার্তায় তাকে ভুল না বুঝার অনুরোধ করেন। এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে সাকিব আল হাসানের সম্মতির বিষয়ে কোনো খবর সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে প্রচারিত সাকিব আল হাসানের একটি ভিডিওকে কোটা সংস্কার আন্দোলন সাকিব সম্মতি দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Shakib Al Hasan: Facebook Post
- Prothom Alo: আমাকে ভুল বুঝবেন না, অনুরোধ সাকিবের
- Rumor Scanner’s own analysis