ছাত্রলীগের নয়, এটি জুলাই মাসে শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মিছিলের ভিডিও

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এরপর থেকে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ, চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় বিছিন্নভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি “আলহামদুলিল্লাহ, চারিদিক থেকে সুখবর আসছে, মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়।” ক্যাপশনে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মিছিলে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, বাংলাদেশের মাটি, রাজাকারের ঘাঁটি’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিলের নয় বরং, এটি গত জুলাই মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের ভিডিও।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে  “News Vision” শীর্ষক একটি লোগো দেখা যায়। 

উক্ত লোগোর সূত্র ধরে অনুসন্ধানে “News Vision” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টে দাবি করা হয় প্রচারিত ভিডিওটি রাজনীতি বিশ্ববিদ্যালয়ের। 

পরবর্তীতে অনুসন্ধানে “Mahfuz Hossen” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই তারিখে প্রকাশিত আরেকটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাগো নিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১৫ জুলাই “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে ‘সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তবে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে’- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে হল থেকে বেরিয়ে রাস্তায় নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ এমন স্লোগান দিতে থাকেন। 

উল্লেখ্য, গত ১৪ জুলাই বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে? তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না। শেখ হাসিনা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না।

অর্থাৎ, মিছিলের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, গত জুলাই মাসে শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে রাবির সাধারণ শিক্ষার্থীদের মিছিলের দৃশ্যকে সম্প্রতি ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img