গত ১৮ এপ্রিল (শুক্রবার) অন্তত দুপুর থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “ভারতে আজকে জুম্মার নামাজের পরের অবস্থা দেখুন।” উল্লেখ্য যে, ভিডিওটিতে দেখা যাচ্ছে টুপি পরা মুসল্লিসদৃশ কয়েকজনকে ভারতীয় পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি লাঠিচার্জ করছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ১৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৮ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পরে ভারতে মুসলিমদের লাঠিচার্জ করার দৃশ্যের নয় বরং, করোনাকালীন সময়ে ২০২০ সালের ২৬ মার্চে লকডাউন ভঙ্গ করায় ভারতের কর্ণাটকের একটি মসজিদের মুসল্লিদের ওপর লাঠিচার্জ করার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, প্রচারিত ভিডিওটি জুমার নামাজের পরের নয় বরং বৃহস্পতিবারের ছিল।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এর ইউটিউব চ্যানেলে “Police thrash people outside mosque for violating lockdown” শীর্ষক শিরোনামে ২০২০ সালের ২৬ মার্চে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিওটি সম্পর্কে বর্ণনা অংশে বলা হয়, “কর্ণাটক পুলিশ বৃহস্পতিবার [২০২০ সালের ২৬ মার্চ] বেলগাঁওয়ে করোনাভাইরাস লকডাউন ভাঙার অভিযোগে মানুষের উপর লাঠিচার্জ করে। ঘটনাটি ঘটে একটি মসজিদের বাইরে, যখন লোকজন নামাজ আদায় শেষে ফিরছিলেন। প্রধানমন্ত্রী মোদি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন।” (অনূদিত)
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এর ওয়েবসাইটে “WATCH: Police thrashes people for violating Coronavirus lockdown” শীর্ষক শিরোনামে এ বিষয়ে ২০২০ সালের ২৬ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ঘটনার ভিডিও এরও সংযুক্তি পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভিডিওটি সম্পর্কে বলা হয়, “কর্ণাটক পুলিশ বেলগাঁওয়ে করোনাভাইরাস লকডাউন ভাঙার অভিযোগে মানুষের উপর লাঠিচার্জ করে। ঘটনাটি ঘটে একটি মসজিদের বাইরে, যখন লোকজন নামাজ পড়ে বের হচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার করোনাভাইরাস রোগ কোভিড-১৯ মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পুরো দেশব্যাপী ২১ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন।” (অনূদিত)
এছাড়াও, এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘লোকমাত টাইমস’ এর ওয়েবসাইটে “Police thrash people in Karnataka’s Belgaum for violating lockdown” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও এ ঘটনার বিষয়ে উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত ঘটনার বিষয়ে বলা হয়, লকডাউন ভঙ্গের অভিযোগে কর্ণাটকের বেলগাঁওয়ে বৃহস্পতিবার [২০২০ সালের ২৬ মার্চ] পুলিশ মানুষের উপর লাঠিচার্জ করেছে।
সুতরাং, ২০২০ সালে ২৬ মার্চ (বৃহস্পতিবার) করোনাকালীন সময়ে ভারতে লকডাউন ভাঙার অভিযোগে একটি মসজিদের মুসল্লিদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও গত ১৮ এপ্রিল শুক্রবারে জুমার নামাজের পর মুসল্লিদের ওপর পুলিশের লাঠিচার্জের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।