Fact Check: এটি গাজায় ইসরায়েলী বিমান হামলার ভিডিও, আফগানিস্তানের বিমানবন্দরের নয়

সম্প্রতি, আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা আত্মঘাতী বোমা হামলার চিত্র দাবীতে উক্ত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি কাবুল বিমানবন্দরে ঘটা বোমা হামলার ভিডিও নয় বরং ভিডিওটি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার।

ভিডিও সার্চিং প্রযুক্তি ব্যবহার করে ভিডিওর একাধিক চিত্র সার্চের মাধ্যমে ২০২১ সালের ২৩ আগস্টে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে ভিডিওটিকে গাজাতে ইসরায়েলি বিমান হামলার চিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এবং গত ২২ আগস্টে প্রকাশিত আলজাজিরার আরবি টুইটার একাউন্টে ভাইরাল ভিডিওর ৩৮ সেকেন্ডের একটি ক্লিপ খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, গত ২২ আগস্টে প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলেও একই ভিডিওর স্থিরচিত্র সম্বলিত একটি সংবাদ খুঁজে পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৯০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে।

অর্থাৎ, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার ভিডিওকে আফনিগানিস্তানের কাবুলে বিমানবন্দরে বোমা হামলার চিত্র দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা আত্মঘাতী বোমা হামলার চিত্র
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img