কেরালায় মুসলমানদের বিক্ষোভের ভিডিও দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “ত্রিপুরায় মুসলমানদের ঘর-বাড়ি,মসজিদ-মাদ্রাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং প্রিয় নবীজির শানে কুরুচিপূর্ণ শ্লোগান দেওয়ার প্রতিবাদে ভারতের কেরালায় প্রদেশে ইতিহাস কালের বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে” শীর্ষক শিরোনামে ০৫ মিনিট ০৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

কেরালা

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে কেরালায় মুসলমানদের বিক্ষোভ মিছিলের নয় বরং এটি ২০২০ সালে কেরালায় অনুষ্ঠিত সিএএ-বিরোধী (নাগরিক সংশোধন আইন) বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিও।

ইনভিড টুলসের সহায়তায় ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে ২০২০ সালের ০৩ জানুয়ারিতে ইন্সটাগ্রামে pknishab নামের এক ব্যবহারকারী কর্তৃক #rejectnrc, #rejectcaa, #Mannarkkad হ্যাশট্যাগে প্রকাশিত ১৩ঃ০৫ মিনিটের মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

 

View this post on Instagram

 

A post shared by Nishab Parokkottil (@pknishab)

পরবর্তীতে, ভিডিওতে থাকা বিক্ষোভকারীদের হাতের একটি ব্যানার পর্যবেক্ষণ করে “Constitutional Protection Rally” লেখা দেখতে পাওয়া যায়।

Screenshot from Instagram Post

এছাড়া, mannarkad live নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ০৩ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যার সাথে ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে থাকা ব্যানারের হুবহু মিল রয়েছে এবং সেখানে তারিখ সহ স্পষ্টভাবে লেখা ছিলো “Constitutional Protection Rally, Mannarkad” “03 January 2020”.

মূলত, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের পলক্কাদ জেলার মান্নারকাদে সংঘটিত CAA (Citizen Amendment Act) এবং NRC (National Register of Citizens)-বিরোধী বিক্ষোভের ভিডিওটিকে নতুন করে ভিন্ন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গত ২৬ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি মিছিলকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে মসজিদ, দোকান ভাংচুর সহ কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অর্থাৎ, পুরোনো ও ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বর্তমানে ত্রিপুরায় সাম্প্রদায়িক সংঘর্ষের প্রতিবাদে কেরালায় বিক্ষোভের দাবি সহিত প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ত্রিপুরায় মুসলমানদের ঘর-বাড়ি,মসজিদ-মাদ্রাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে ভারতের কেরালায় ইতিহাস কালের বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Instagram: https://www.instagram.com/p/B622fqoB-86/
  2. YouTube: https://youtu.be/wTdbvMlQIyw?t=11
  3. Indian Express: https://indianexpress.com/article/north-east-india/tripura/tripura-mosque-vandalised-two-shops-set-on-fire-during-vhp-rally-7592208/

আরও পড়ুন

spot_img