সম্প্রতি ‘বান্দরবানে ৬ টি ব্যাংকে এক যোগে ডাকাতি করে ১১ কোটি টাকা নিয়ে যায় আরাকান আর্মি। সেনাপ্রধান আমাদের জান -মালের দায়িত্ব নিয়েছিলেন। এই হলো বর্তমানে শান্তিকাকুর দেশের আইনের অবস্থা। কেমন আছো বাংলাদেশ?’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক নয়, বান্দরবানে ব্যাংক ডাকাতির এই ভিডিওটি ২০২৪ সালের ঘটনা। এছাড়া কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে উক্ত ডাকাতির ঘটনায় আরাকান আর্মির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে থাকা লোগোর সূত্র ধরে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘BanglaVision’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ৯ এপ্রিল ‘বান্দরবানে দু’র্ধ’র্ষ ব্যাংক ডা’কা’তির সিসিটিভি ফুটেজ’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবুহু মিল রয়েছে।

পরবর্তীতে, একই ঘটনায় মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ এপ্রিল ‘বান্দরবানের রুমা ও থানচি ১৭ ঘণ্টায় দুই ব্যাংকের তিন শাখায় অস্ত্রধারীদের হামলা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় বান্দরবানের দুই উপজেলা রুমা ও থানচিতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা করে অস্ত্রধারীরা। রুমায় তারা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে এবং থানচিতে বাজারে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। রুমায় সোনালী ব্যাংকের শাখায় ২০২৪ সালের ২ এপ্রিল রাত সোয়া আটটার দিকে হামলা করেও অস্ত্রধারীরা কোনো টাকা নিতে পারেনি। তবে পরদিন ৩ এপ্রিল দুপুর একটার দিকে থানচিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায়।
সেসময়ে দেশের একাধিক গণমাধ্যম এ বিষয়ে সংবাদ (১,২,৩) প্রচার করে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে সেসময় এই সন্ত্রাসী হামলা চালিয়েছিল নতুন সশস্ত্র গোষ্ঠী কেএনএফ।
সুতরাং, ২০২৪ সালে বান্দরবানে ব্যাংক ডাকাতি ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – বান্দরবানের রুমা ও থানচি ১৭ ঘণ্টায় দুই ব্যাংকের তিন শাখায় অস্ত্রধারীদের হামলা.
- BBC News বাংলা – রুমায় সোনালী ব্যাংকের পর থানচি বাজারে দিনে দুপুরে দুই ব্যাংকে ডাকাতি
- Bdnews24 – দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের ‘বম পার্টি’ আতঙ্ক
- Dhaka Post – বান্দরবানে আরও দুই ব্যাংকে ডাকাতি
- Prothom Alo- বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ৫২ জন কারাগারে